ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হুয়াওয়ে’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল মেসি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
হুয়াওয়ে’র গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল মেসি

উন্নত, অভিনব প্রযুক্তিগত পণ্য ও সেবা দিয়ে সমগ্র বিশ্বের পরিবর্তন করতে হুয়াওয়ে পর্যায়ক্রমে উদ্ভাবনী ভূমিকা রেখে চলেছে। অপরদিকে লিওনেস মেসির উদ্যম, আগ্রহও বিশ্বের কোটি কোটি মানুষকে স্বপ্ন পুরণের যায়গায় পৌঁছানোর অনুপ্রেরণা দিচ্ছে।

মানুষের কল্যাণে উভয়রেই অবদান অসীম।

চীনভিত্তিক বিশ্বের শীর্ষস্থানীয় এই আইসিটি প্রতিষ্ঠান বর্তমান উদ্যোগগুলো আরো ফলপ্রসু করে তুলতে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নিয়েছেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসিকে।

প্রতিষ্ঠানটির প্রত্যাশা, লিওনেল মেসির সাথে এ চুক্তি সারাবিশ্বের মানুষের সাথে হুয়াওয়ে ব্র্যান্ডকে একীভূত করবে সেইসাথে শ্রেষ্ঠত্বের সঙ্গে যুক্ত করবে সবাইকে।

হুওয়াওয়ের মতে, আমরা যা করতে চাই ও যেটা ভালোবাসি তা অর্জনে সকল বাধা অতিক্রম করতে হবে। বিশেষ কিছু অর্জনের জন্য মূল্য দিতে হবে। কেননা আমাদের আজকের অবস্থান সেই প্রচেষ্টারই ফল। সাফল্য নয়, প্রতিকূলতাই মানুষকে সামনের দিকে নিয়ে যায়, আর এটাই লিওনেল মেসি ও হুয়াওয়েকে একত্রিত করেছে।  

হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপের হ্যান্ডসেট বিজনেস বিভাগের প্রেসিডেন্ট কেভিন হো বলেন, ‘সারাবিশ্ব বিশেষকরে ইউরোপ, এশিয়া ও লাতিন আমেরিকা যেখানে হুয়াওয়ে একনিষ্ঠভাবে কাজ করছে। সেখানে যুগান্তকারী পরিবর্তনের মাধ্যমে মানুষকে ভাল কিছুর সাথে যুক্ত করতে লিওনেল মেসি আমাদের সহায়তা করবে। আর যেকোনো প্রতিকূলতার মাঝে পথ খুঁজে পেতে আমরা নতুনভাবে অঙ্গীকার করবো।

এ বিষযে হুয়াওয়ে লাতিন আমেরিকার কনজ্যুমার বিজনেস গ্রুপের সিইও তাইরোন লিউ বলেন, সারাবিশ্বের মানুষকে তাদের স্বপ্নকে ছোয়ার জন্য যিনি প্রতিদিন একটু একটু করে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয় এমন একজন অসাধারণ ব্যক্তিত্বকে সঙ্গে নিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। যে মানুষটি সবসময় শ্রেষ্ঠত্বের শীর্ষে পৌঁছাতে চেষ্টা করে এখন থেকে সে হুয়াওয়ে ব্র্যান্ডের সঙ্গে কাজ করবে।

লিওনেল মেসি এ বিষয়ে বলেন, স্বপ্নের কাছে পৌছতে আপনাকে সংগ্রাম করতে হবে। শ্রেষ্ঠত্ব অর্জনে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। যেদিন মনে করবেন উন্নতি করার আর কোনো জায়গা নেই তখন অন্যকিছু অর্জনে কাজ করে যেতে হবে।

হুয়াওয়ের বিশ্বাস, খেলার মাধ্যমে মানুষ জীবনকে সমৃদ্ধ করে তুলতে পারে। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটি আমেরিকা, সান্তা ফে, স্পোর্টিং ক্রিস্টাল, আর্সেনাল, অ্যাথলেটিকো ডে মাদ্রিদ ও এসি মিলানে বিনিয়োগ করেছে।

চীনের এই প্রতিষ্ঠান আরো বলছে সাফল্য, নতুনত্ব ও প্রতিশ্রুতি পূরণের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ায় হুয়াওয়ে বিশ্বের প্রধান তিনটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের একটি হতে পেরেছে। তাদের মেইট, পি ও জি সিরিজের ফ্ল্যাগশিপ মডেলগুলো উচ্চপ্রযুক্তির ফোন ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়।

আর স্মার্ট প্রফেশনালদের জন্য হুয়াইয়ের মেইট এইট আদর্শ। গত ২৬ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এখন পর্যন্ত প্রায় ৩ মিলিয়ন মেইট ৮ রপ্তানি করেছে তারা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।