দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) টেলিকমিনিকেশন্স প্রাইভেট ব্রডকাস্টিং টিভি চ্যানেল, ক্যাবল টিভি নেটওয়ার্ক ও প্রিন্ট মিডিয়া বিষয়ক স্থায়ী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের কার্যালয়ে রোববার অনুষ্ঠিত এ সভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিতুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির ডিরেক্টর ইন চার্জ ও এফবিসিসিআই পরিচালক শোয়েব চৌধুরী, কো-চেয়ারম্যান এস এম আনোয়ার পারেভেজ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা।
শোয়েব চৌধুরী বলেন, দেশে সাইবার নিরাপত্তা জোরদার করতে ও সাইবার আক্রমণ থেকে রক্ষা করতে সরকারকে সহযোগিতা করবে এফবিসিসিআই। এছাড়া তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামূল্যে ইন্টারনেট প্রদানেরও আহ্বান জানান।
সভায় সংগঠনগুলোর পক্ষ থেকে বিভিন্ন সমস্যা এবং প্রস্তাব এফবিসিসিআইয়ের সামনে তুলে ধরা হয়।
বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) প্রতিনিধি এসএম ওয়াহিদুজ্জামান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিসিএস। বিভিন্ন সময় অনেকেই পণ্য কিনে সার্ভিস পায়না এ প্রসঙ্গে তিনি জানান, গ্রাহক যদি বিসিএস'র সদস্যভুক্ত কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনে প্রতিশ্রুত বিক্রয়োত্তর সেবা না পেয়ে থাকেন, তবে সমিতির কাছে বিষয়টি জানালে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয় এবং গ্রাহককে সেবা দেওয়ার ব্যবস্থা করা হয়।
ক্যাবল টিভি অপারেটরদের পক্ষ থেকে মো. দ্বীন ইসলাম জানান, আগে ক্যাবল অপারেটরদের জন্য ফিড অপারেটর লাইসেন্স পেতে হলে সরকারকে ৪ হাজার টাকা ফি দিতে হতো যা এখন বৃদ্ধি পেয়ে ৩২ হাজার টাকা হয়েছে।
ক্যাবল অপারেটরদের কল্যাণে এই চার্জ কমানোর জন্য সরকারকে অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এসজেডএম