ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগল অস্ট্রেলিয়ার ডুডলে টাইগারদের ম্যাচ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
গুগল অস্ট্রেলিয়ার ডুডলে টাইগারদের ম্যাচ

ঢাকা: বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের উত্তেজনা ছড়িয়ে পড়েছে গুগল ডুডলেও। সোমবারের (২১ মার্চ) ম্যাচকে সামনে রেখে ডুডল তৈরি করেছে গুগল অস্ট্রেলিয়া।



ডুডলে দেখা যায়, ২২ গজের পিচের ওপরে লাল, হলুদ, বেগুনি রঙে গুগল শব্দটি লেখা। এর দুই প্রান্তে দু’টি বিন্দুর মাধ্যমে স্ট্যাম্পের উপস্থিতি বোঝানো হয়েছে।

ডুডলটির মাঝখানে ভিন্ন রঙে আড়াআড়ি দু’টি ব্যাট দুই দেশের ক্রিকেট লড়াইয়ের ইঙ্গিত। আর লড়াইয়ের মূল উপাদান বল রয়েছে সবার উপরে।

বিশ্বকাপের এবারের আসরে টিকে থাকতে সোমবারের ম্যাচটি দু’দলের জন্যই সমান গুরত্বপূর্ণ। বেঙ্গালুরুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।