ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৪কে ভিডিও রেকর্ডিং নিয়ে আইফোন ৫এসই

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
৪কে ভিডিও রেকর্ডিং নিয়ে আইফোন ৫এসই

ঢাকা: অবশেষে গুঞ্জনই সত্যি হলো! বছরের ‘প্রথম’ আইফোন উন্মুক্ত করলো প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। ৪কে ভিডিও সুবিধা সম্পন্ন আইফোন ৫এসই হ্যান্ডসেটটিতে আগের সংস্করণের চেয়ে রয়েছে বেশ কিছু নতুনত্ব।



সোমবার (২১ মার্চ) কুপারতিনো অ্যাপল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নতুন এ সংস্করণটি উন্মুক্ত করা হয়। এছাড়া নতুন ও ছোট আকৃতির একটি আইপ্যাড প্রো এবং আইওএস সফটওয়্যারের নতুন ভার্সন ৯.৩-ও উন্মুক্ত করা হয়েছে।  

৫এস’র নতুন এ সংস্করণের কারণ হিসেবে অ্যাপল বলছে, গ্রাহকদের হাতে ছোট পর্দার চাহিদা মেটানোর পাশাপাশি কম মূল্যের আইফোন পৌঁছে দিতেই এ প্রচেষ্টা।

৪ ইঞ্চির ডিসপ্লে সম্পন্ন আইফোন এসই আসলে বাইরে থেকে ৫এস মডেলের মতো দেখতে হলেও এর ভেতরটা ৬এস মডেলের মতো ডিজাইন করা। ৪কে রেকর্ডিং সুবিধা সম্পন্ন এ৯ চিপের হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১৬ গিগাবাইট। এর মূল্য ধরা হয়েছে ৩৯৯ ডলার (১ ডলার সমান ৭৮ টাকা)।

তবে ৬৪ গিগাবাইট ধারণক্ষমতার এ মডেলের অপর একটি ভার্সন কিনতেই বেশি উৎসাহিত করা হচ্ছে গ্রাহকদের। এর মূল্য ধরা হয়েছে ৪৯৯ ডলার।

১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার এ হ্যান্ডসেট সিলভার, গোল্ড ছাড়াও রোজ গোল্ড রঙে পাওয়া যাবে।

এদিকে, ৯.৭ ইঞ্চির ডিসপ্লে সম্পন্ন অ্যাপলের নতুন আইপ্যাড প্রো-টিতে রয়েছে স্মার্ট কি-বোর্ড অ্যাক্সেসরিজ। এছাড়া এতে অ্যাপলের পেন্সিলও সাপোর্ট করবে। ৪৫০ গ্রাম ওজনের এ আইপ্যাডে রয়েছে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং এটি লাইভ ফটো সাপোর্ট করে। ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতা সম্পন্ন আইপ্যাড প্রো-এর মূল্য ধরা হয়েছে ৫৪৯ ডলার। এছাড়া ১২৮ গিগাবাইট ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা সম্পন্ন আইপ্যাড প্রো-এর মূল্য ধরা হয়েছে যথাক্রমে ৭৪৯ ডলার ও ৮৯৯ ডলার।

অ্যাপল জানিয়েছে, আইফোন ৫এসই ও আইপ্যাড প্রো, উভয়ের আগাম বুকিং দেওয়া যাবে আগামী ২৪ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত। আর ভারতের বাজারে আগামী এপ্রিলের শুরু থেকে হ্যান্ডসেটটি পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬/আপডেট: ০৯১৭ ঘণ্টা
আরএইচ/এটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।