বর্তমান ব্যবসায়িক সফলতা ধরে রাখতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক্সেল টেকনোলজি ও এইচআইকেভিশনের পার্টনার মিট। রোববার ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে এইচআইকেভিশনের বাংলাদেশি ডিলার এক্সেল টেকনোলজিসের শীর্ষ কর্মকর্তারা সহ এইচআইকেভিশনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
এইচআইকেভিশনের ভাইস প্রেসিডেন্ট মিঃ শওন হুও এবং দক্ষিন এশিয় ম্যানেজার মিঃ হুগো হুয়াং এতে আলোচন করেন। এছাড়া প্রশিক্ষক মিজ জেনি ও মিঃ মাইকেল দাই ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে এক্সেল টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহ বলেন-বাংলাদেশ সহ সারাবিশ্বে নিরাপত্তা একটি চিন্তনীয় বিষয় হয়ে দাড়িয়েছে। নিরাপত্তায় ভালো মানের সিসি ক্যামেরা স্যলুশন নির্ভর সমাজ ও দেশ গড়ায় যুগোপযুগি পদক্ষেপ নিয়েই ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য এগিয়ে নিতে হবে। তিনি উপস্থিত সকল ব্যবসায়ীদের সারা বছর কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য ধন্যবাদ জানান।
প্রসঙ্গত, চীনের শীর্ষস্থানীয় সিকিউরিটি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এইচআইকেভিশন তাদের নন্দিত, অভিনব এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে সমগ্র বিশ্বে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত চার বছর এইচআইকেভিশন এবং এক্সেল টেকনোলজিস লি: ব্যবসায়িক অংশীদার হয়ে বাংলাদেশে সেবা প্রদান করে আসছে। বাংলাদেশ ছাড়াও চীনের এই প্রতিষ্ঠান অসংখ্য দেশে পণ্য রপ্তানি করছে।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসজেডএম