ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্টার্টআপ নিয়ে আইবিএতে সেমিনার

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
স্টার্টআপ নিয়ে আইবিএতে সেমিনার

বিশ্বে স্টার্টআপের যাত্রা ও স্টার্টআপ তৈরিতে অনুপ্রাণিত করতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) অডিটোরিয়ামে ‘ স্টার্টআপ জার্নি : লার্ন ফ্রম সিলিকন ভ্যালি’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আইবিএ এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটাল আয়োজিত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলিকন ভ্যালি ভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সহ-প্রতিষ্ঠাতা ড. আনিস উজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন বেসিস সভাপতি ও ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের জেনারেল পার্টনার শামীম আহসান। সভাপতিত্ব করেন আইবিএ পরিচালক প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশের বেশ কয়েকটি উদ্যোগ এখন বিশ্বের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। নিউজক্রেড, গ্রাফিক পিপল, টাইগার আইটি, রিভ সিস্টেমস, ডাটাসফট, লিডস সফট, বিডিজবস, জেনুইটি আইটিসহ অনেক উদ্যোগ এখন বাংলাদেশকে বহি:বিশ্বে স্বগৌরবে তুলে ধরছে।

বক্তারা আরও বলেন, ব্যবসায় পরিকল্পনাসহ ভালো উদ্যোগ আসলে বিনিয়োগ কোনো বাধা নয়। ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালসহ বিশ্বের অনেক বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান এখন বাংলাদেশে বিনিয়োগ করছে। এছাড়া এসব উদ্যোগের মানোন্নয়নে নানা কার্যক্রম রয়েছে। বাংলাদেশ যে তথ্যপ্রযুক্তির পরবর্তী গন্তব্যস্থল বিশ্ব তার স্বীকৃতি দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা।

সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইবিএ’র প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হক মামুন, প্রফেসর ড. জাওয়াদুর রহমান জাহিদ, প্রফেসর নিয়াজ আহমেদ, অ্যাসোসিয়েট প্রফেসর মুস্তাক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হুমায়রা লতিফা আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সৈয়দা মাহরুফা বাশার, লেকচারার ফারহান ইমতিয়াজ, এটিএম জাকারিয়া খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।