ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেলো মিডিয়াকম

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেলো মিডিয়াকম

ঢাকা: বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম আনুষ্ঠানিকভাবে গুগলের পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশি মালিকানাধীন সংস্থা হিসেবে মিডিয়াকম এ বিরল সম্মানে ভূষিত হলো।



গুগল পার্টনারশিপ হলো বিজ্ঞাপনী সংস্থা, ডিজিটাল পেশাজীবী কিংবা অনলাইন কনসালট্যান্টদের জন্য গুগলের একটি বিশেষ কর্মসূচি। এ পার্টনারশিপ অর্জনের ফলে মিডিয়াকম গুগলের প্রশিক্ষণ এবং গবেষণায় সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে।

ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে ‘গুগল পার্টনারশিপ’ একটি গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। অনলাইন মার্কেটিং এজেন্সি হিসেবে যারা গুগলের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তারাই এ স্বীকৃতি পেয়েছে। একদিকে গ্রাহকর সন্তুষ্টি, অন্যদিকে গুগলের মানদণ্ড অনুযায়ী কাজ করায় মিডিয়াকম এ বিশেষ পার্টনারশিপের সুযোগ পেলো।

এখন থেকে মিডিয়াকম তাদের সব কার্যক্রমে ‘পার্টনারশিপ ব্যাজ’ ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।