ময়মনসিংহ: ময়মনসিংহে ‘গ্যালাক্সি জে-১ নেক্সট’ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে নগরীর দুর্গাবাড়ি রোডের মোবাইল বাজারে এ হ্যান্ডসেটের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতিযোগিতামূলক বাজারে নিত্যনতুন হ্যান্ডসেটের চাহিদা বেড়েই চলছে। স্যামসাং সব সময় গ্রাহকের চাহিদা ও প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় বাজারে নিয়ে আসা হয়েছে জে-সিরিজের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি জে১ নেক্সট। নতুন এ ডিভাইসটিতে ডুয়েল সিম সুবিধা রয়েছে এবং আকর্ষণীয় দামে পাওয়া যাচ্ছে। তরুণদের সব সময় কানেকটেড রাখতে স্টাইল ও পারফরমেন্সের সমন্বয় করে এই হ্যান্ডসেটটি প্রস্তুত করা হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সংবাদমাধ্যম কর্মীদের হ্যান্ডসেট সম্পর্কে বিভিন্ন বিষয়ে ব্রিফ করা হয়। বলা হয়, এ ডিভাইসের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে- এর আল্ট্রা ডাটা সেভিং মোড ৫০ শতাংশ পর্যন্ত ডাটা সাশ্রয় করতে পারে। সেই সঙ্গে ১৫০০ অ্যাম্পিয়ার ব্যাটারির কার্যকারিতাও বৃদ্ধি করে।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আইএ