ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জমে উঠেছে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
জমে উঠেছে হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব

হাইস্কুল শীক্ষার্থীদের কম্পি‌টার প্রোগ্রামিং শিক্ষায় আগ্রহী ও দক্ষ করে তুলতে দেশব্যাপী চলছে জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব।

আয়োজক সুত্র মতে, ইতিমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জমজমাটভাবে আয়োজনটি সম্পন্ন হয়েছে।

ব্যাপক উৎসাহ নিয়ে শিক্ষার্থীরা এতে অংশগ্রহন করছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সিলেট আঞ্চলিক পর্ব। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মুস্তাক আহমেদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সেলিম রেজা,  অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, রবি’র মার্কেট অপারেশন বিভাগের রিজিওনাল ম্যানেজার (সেলস) জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা সকাল ৮টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ২টায়। এরপর প্রোগ্রামিং প্রতিযোগিতায় দুই ক্যাটাগরিতে ২০ জন এবং কুইজে তিন ক্যাটাগরিতে ৬০ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

একইদিন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও অনুষ্ঠিত হয়েছে রংপুর আঞ্চলিক পর্ব।

আঞ্চলিক পর্বের পাশাপাশি সারাদেশে প্রতিযোগিতা উপলক্ষ্যে চলছে অ্যাক্টিভেশন কার্যক্রম। নির্ধারিত মোট এক হাজার হাইস্কুলের মধ্যে ইতিমধ্যে প্রায় ৬৫০টি স্কুলে অনুষ্ঠিত হয়েছে অ্যাক্টিভিশন।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ দেশে দ্বিতীয়বার এই আয়োজন করেছে। এতে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থীরা প্রোগ্রামিং সহ আইসিটি কুইজে অংশগ্রহন করছে।

উল্লেখ্য, দেশের ১৬টি শহরে “রংপুর, রাজশাহী,  খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা, গোপালগঞ্জ, দিনাজপুর, পাবনা, পটুয়াখালী, টাঙ্গাইল, নোয়াখালী, কুমিল্লা, যশোর ও ময়মনসিংহ” আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হচ্ছে। সব অঞ্চলের বিজয়ীদের নিয়ে আগামী ১৬ এপ্রিল ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আইসিটি বিভাগের এ আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন), একাডেমিক সহযোগি কোডমার্শাল এবং পার্টনার হিসেবে রয়েছে কিশোর আলো, এটিএন নিউজ ও বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।