ডিজিটাল জীবনশৈলীর অন্যতম অনুষঙ্গ ডব্লিউডি এক্সটার্নাল হার্ডড্রাইভ- ‘মাই ক্লাউড’ নিয়ে এসেছে দেশের অন্যতম আইটি কোম্পানি কম্পিউটার সোর্স।
ডিভাইসটির মাধ্যমে অন্য যেকোনো ডিভাইস থেকে কেন্দ্রীয়ভাবে তথ্য-উপাত্ত সংরক্ষণ ও ব্যবহার করা যায়।
এছাড়া যেকোনো স্থান থেকেই স্মার্টটিভিতে সংযুক্ত হয়ে ড্রাইভে সংরক্ষিত মুভি উপভোগ, ডকুমেন্ট ব্যবহার এবং অফিসিয়াল প্রেজেন্টেশন প্রদর্শন করতে পারবেন ব্যবহারকারী। মাইক্লাউডে রয়েছে গিগাবাইট গতিতে ডাটা স্থানান্তর, পাসওয়ার্ড সুরক্ষা, স্মার্টফোন থেকে সরাসরি ফটো বা মুভি আপলোড ও ডাউনলোড সুবিধা।
২ টেরাবাইট থেকে ২৪ টেরাবাইট পর্যন্ত ক্লাউড সুবিধার মাই ক্লাউডে সর্বোচ্চ ২৫ জন ব্যবহারকারী একসঙ্গে কাজ করতে পারেন।
বাংলাদেশ সময়: ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসজেডএম