ঢাকা: কোটি কোটি বাঙালির মতো ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে সম্মান জানাতে ব্যতিক্রম করেনি গুগল। ডুডল’র মাধ্যমে দিবসটিকে সম্মান জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট।
২৬ মাচর্র প্রথম প্রহরেই বাংলাদেশের জাতীয় পতাকার রঙে সেজেছে গুগল ডুডল।
স্বাধীনতা দিবসের ডুডলে দেখা যায়, মাঝখানে লাল রঙের ওপর সাদা অক্ষরে লেখা রয়েছে গুগল। লাল রঙকে ঘিরে থাকা চারপাশের সবুজ দিয়েছে পতাকার পূর্ণতা।
আর মাঝখানের ‘ও’ অক্ষরে ফুটে ওঠা ছবিটি স্বাধীন বাংলাদেশের এগিয়ে চলার প্রতিনিধিত্ব করছে।
বাংলাদেশ সময়: ০২২৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জেডএস/আরএম