লুমিয়া সিরিজের সবচেয়ে চিকন হ্যান্ডসেট ‘লুমিয়া ৬৫০’ বাংলাদেশের বাজারে খুচরা বিক্রির ঘোষণা দিয়েছে মাইক্রোসফট করপোরেশন।
মূলত ব্যবসায়ী এবং উইন্ডোজ ভক্তদের জন্য আদর্শ এ ফোনটি উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ।
বাংলাদেশের গ্রাহকদের জন্য খুচরা পর্যায়ে লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ৫’শ টাকা।
মাইক্রোসফট মোবাইল ডিভাইস সেলস ইমার্জিং এশিয়া এর জেনারেল ম্যানেজার সন্দিপ গুপ্তা বলেন, আমরা গ্রাহকদের সামনে উৎকৃষ্ট পণ্য উপস্থাপনের ধারাবাহিকতায় জনপ্রিয় উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের এই হ্যান্ডসেট নিয়ে এসেছি। গ্রাহকরা এতে নানা ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন। গুপ্তা বলেন, লুমিয়া ৬৫০ হলো মাইক্রোসফটের সেরা পণ্যগুলোর মধ্যে একটি।
অ্যালুমিনিয়াম বডির অত্যাধুনিক এ ফোনটি ডায়মন্ড কাটে তৈরি। এটি এ যাবৎকালে লুমিয়ার সবচেয়ে হালকা-পাতলা হ্যান্ডসেট যার পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মিমি. এবং ওজন ১২২ গ্রাম।
ব্যবহারকারীরা এর ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লেতে নিখুঁত ও ঝকঝকে ছবি পাবে, এমনকি সূর্যালোকেও ডিসপ্লেতে ছবি অসাধারণ দেখায়।
ডিভাইসটিতে যুক্ত অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে আছে ২০০ জিবি পর্যন্ত এক্সপান্ডেবল মেমোরি, ওয়ানড্রাইভ স্টোরেজ ক্যামেরা: পেছনের দিকে ৮ মেগাপিক্সেলে ও সামনে ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা। নেটওয়ার্কে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ ৪.১, এনএফসি।
ক্রেতারা বাংলাদেশে মাইক্রোসফটের অনুমোদিত রিটেইল স্টোর বা খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলো থেকে আনুমানিক ১৯ হাজার ৫০০ টাকায় কিনতে পারবেন ‘লুমিয়া ৬৫০’। আর কমার্শিয়াল কাস্টমার বা বাণিজ্যিক গ্রাহকেরা মাইক্রোসফটের অনুমোদিত রিসেলার বা ডিলারদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
উল্লেখ্য, লুমিয়া ৬৫০ এর ক্রেতাদের মাইক্রোএসডি কার্ড আলাদাভাবে কিনতে হবে এবং নির্ধারিত খুচরা মূল্যে কিছুটা পার্থক্য হতে পারে বলে জানিয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের সংশ্লিষ্ট সুত্র।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসজেডএম