ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশীফুল ডটকম’র যাত্রা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
দেশীফুল ডটকম’র যাত্রা

রাজধানীর কৃষিবিদ ইইন্সটিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট ২০১৬’তে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো ফুলজাত পণ্যের ই-কমার্স সাইট দেশীফুল ডটকম (deshiphool.com)|

দেশী ফুল, ফুল চাষী এবং ফুল ব্যাবসায়ীদের স্বার্থরক্ষায় দেশীফুল ডটকমের পথচলা। প্রতিষ্ঠানের দাবি বাংলাদেশে ফুল নিয়ে এ ধরনের ই-কমার্স সাইট এটাই প্রথম।

কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনার্সের সভাপতি রোকিয়া আফজাল রহমান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলোজির সভাপতি লুনা শামসুদ্দোহা, জনপ্রিয় সঙ্গীত শিল্পী মেহরীন এবং প্রখ্যাত নারী উদ্যোক্তা, ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইনার তুতলি রহমান সাইটটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেশীফুল ডটকমের প্রধান নির্বাহী বুশরা আলাম।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।