ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইটি খাতে ১০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
আইটি খাতে ১০ মিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা

ঢাকা: আগামীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত হবে একটি সম্ভাবনাময় খাত। এই খাত থেকে আগামী ৩ বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

 

তিনি বলেন, আমরা প্রতিবছর ১০ মিলিয়ন মার্কিন ডলার এই খাত থেকেই আয় করতে পারবো।
 
বুধবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে ‘ডেভলপমেন্ট অফ আইটি পার্কস ফর এমপ্লয়েমেন্ট’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
 
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর শিকদারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, এডিবি’র (সাউথ এশিয়ান ডিপার্টমেন্ট) হিউম্যান অ্যান্ড সোস্যাল ডেভলপমেন্ট বিভাগের পরিচালক সাংসুপ রা।

 

অনুষ্ঠানে আইসিটি বিভাগের এলআইসিটি প্রজেক্ট এর কম্পোনেন্ট টিম লিডার সামি আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
 
প্রতিমন্ত্রী বলেন, আমাদের তরুণ প্রজন্ম তথ্য প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যে আমরা এক হাজার তরুণ-তরুণীকে প্রশিক্ষণ দিয়েছি। আমাদের বেকারত্বের হারও কমছে। এই খাতে কর্মসংস্থানের ব্যাপক সম্ভাবনা রয়েছে।
 
কর্মশালায় বক্তারা তথ্য প্রযুক্তি খাতে দেশীয় কোম্পানির বিনিয়োগ বাড়ানোর ওপর তাগিদ দেন প্রতিমন্ত্রী। অন্ততপক্ষে ৫০ শতাংশ দেশীয় কোম্পানির বিনিয়োগ থাকা প্রয়োজন বলে দাবি করেন তিনি। বিদেশি কোম্পানির পাশাপাশি দেশীয় কোম্পানি তথ্য প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।