ঢাকা: সিমেন্সের সঙ্গে কমিউনিকেশন বেইজড ট্রেইন কন্ট্রোল (সিবিটিসি) প্রযুক্তিনির্ভর লং টার্ম ইভোল্যুশন (এলটিই) সেবা পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে হুয়াওয়ে।
কার্যক্রমের আওতায় এলটিই প্রযুক্তি ব্যবহার করে কীভাবে সিবিটিসি, প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (পিআইএস) এবং ক্লোজড-সার্কিট টেলিভিশন (সিসিটিভি) সেবা দেওয়া যায়, সেসব নিয়ে কাজ করে সিমেন্স ও হুয়াওয়ে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে ফ্রান্সে পরীক্ষামূলক কার্যক্রম চালায় হুয়াওয়ে। এলটিই প্রযুক্তি ব্যবহার করে বিপুল পরিমাণ ব্যান্ডউইথ, হাই-স্পিড মোবিলিটি, কোয়ালিটি অব সার্ভিস এবং বাধাহীন উন্নত ডিজিটাল সেবা অনায়াসে উপভোগ করা যাবে। এছাড়া, সিবিটিসি প্রযুক্তি সেবার ক্ষেত্রে উন্নত ট্রান্সমিশন বিষয়ক সিসিটিভি ও পিআইএস সেবা দ্রুত এবং নিরাপদে সম্পন্ন করা যাবে।
সিবিটিসি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিমেন্স শক্তিশালী প্রযুক্তি এলটিই সেবাদানকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে-এর সঙ্গে রেলওয়ে ট্রান্সপোর্ট সেবা প্রদান করবে। এ বিষয় নিয়ে দু’টি প্রতিষ্ঠান গঠনমূলক কাজের মাধ্যমে এলটিই প্রযুক্তি ব্যবহারের ব্যাপারে প্রচারণা চালাবে।
সিবিটিসি সেবাদানকারী সিমেন্স সিবিটিসি প্রযুক্তি ব্যবহার করে আইপিভিত্তিক, নিরাপদ এবং নির্ভরযোগ্য দ্বিমুখী ট্র্যাক তৈরি করে তথ্য যোগাযোগের ক্ষেত্রে ট্রেনে সেবা নিশ্চিত করা সিবিটিসি সিস্টেম ব্যবহারের প্রাথমিক শর্ত বলে জানানো হয়।
ট্রেনে নিরাপদ ভ্রমণের লক্ষ্যে এলটিই-এম সল্যুশনভিত্তিক থ্রিজিপিপি স্ট্যান্ডার্ডস উদ্ভাবন করেছে যা রেলওয়ের নিরাপদ, নির্ভরযোগ্য, মুক্ত, স্থিতিশীল এবং ওয়্যারলেস বা তারহীন সম্পর্কিত যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখতে সমর্থ্য হবে।
পাশাপাশি শহরকেন্দ্রিক রেলওয়ে সেবায় নতুন উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে রিয়েল-টাইম পিআইএস ও সিসিটিভি সুবিধা পাওয়া যাবে। লম্বা ট্রেন লাইনে যোগাযোগ রক্ষার ক্ষেত্রে বেশিরভাগ সময় সেবার মান তুলনামূলকভাবে খারাপ হতে থাকে এবং রেইল খরচও বাড়তে থাকে।
ইতোমধ্যে এলটিই-এম সল্যুশন চীনের শেনঝেন-এ অবস্থিত মেট্রো লাইন ওয়ান এবং ইথিওপিয়ার আদিস আবাবা লাইট রেইল সফলভাবে যাচাই করেছে।
রেলওয়ে যোগাযোগের ক্ষেত্রে ভবিষ্যতে এলটিই-এম সল্যুশনের প্রচারণা ও কার্যকর করতে একযোগে কাজ করবে হুয়াওয়ে ও সিমেন্স। এলটিই-এর সফল ল্যাব পরীক্ষার পর রিয়েল ওয়ার্ল্ডের জন্য আরও আধুনিক, উদ্ভাবনী ও গঠনমূলক সেবার প্রদানের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে।
বাংলাদেশ সময়: ২৩১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এমআইএইচ/টিআই