ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশন করবেন প্রধানমন্ত্রী’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
‘বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশন করবেন প্রধানমন্ত্রী’

ঢাকা: জনগণকে আশ্বস্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিজের মোবাইল সিম বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করবেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সোমবার (০৪ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে এ তথ্য জান‍ান প্রতিমন্ত্রী।


 
আঙুলের ছাপ পদ্ধতিতে মোবাইল সিম ভেরিফিকেশন কার্যক্রম নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী আমাদের, জনগণকে আশ্বস্ত করতে নিজের সিম নিজে আগামী ৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে ভেরিফিকেশন করে নেবেন। এর মাধ্যমে জনগণ আশ্বস্ত হবেন যে, আঙুলের ছাপ সংরক্ষণ করছি না।
 
‘জনগণের সবোর্ত্তম স্বার্থ সংরক্ষণের জন্য, সন্ত্রাস-জঙ্গিবাদ, অবৈধ ভিওআইপি, ক্ষতিকারক কাজগুলো বন্ধ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করছি। ’
 
আঙুলের ছাপ সংরক্ষণসহ অপারেটররা নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির শর্ত লঙ্ঘন করলে ৩০০ কোটি টাকা জরিমানা গুণবে বলেও মন্ত্রিসভায় জানিয়েছেন প্রতিমন্ত্রী।  

গত বছরের ১৬ ডিসেম্বর থেকে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম ও রিম কার্ড ভেরিফিকেশন শুরু হয়। পুরাতন ও ব্যবহৃত সিমের জন্য আগামী ৩০ এপ্রিলের মধ্যে এই কার্যক্রম শেষ করার কথা।
 
এরপরও যারা ভেরিফিকেশন করতে পারবে না না তদের সিমগুলো সাময়িক বন্ধ রেখে বার্তা পৌঁছে দেওয়া হবে জানিয়ে তারানা হালিম বলেন, তারা সিমগুলো ভেরিফিকেশন করে নিতে পারবেন।
 
তবে এজন্য নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।
 
এদিন মন্ত্রিসভার বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বায়োমেট্রিক পদ্ধতিতে সিম ভেরিফিকেশন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে প্রতিমন্ত্রীর কাছে জানতে চান।
 
তারানা হালিম বলেন, অর্থমন্ত্রী বললেন যে প্রোপাগান্ডা চলছে সে বিষয়ে জানতে চাই। আঙ্গুলের ছাপ কোনো অবস্থাতে সংরক্ষণ করা হচ্ছে না। আঙুলের ছাপ দেওয়ার পর বাইনারি কোডে পরিণত হচ্ছে, তারপর এনআইডি তথ্য ভান্ডারে জমা থাকা ছাপের সাথে মিলছে কি না- সেই বার্তা আসছে।
 
মন্ত্রিসভাকে এই পদ্ধতি জানিয়ে দেওয়ার সুযোগ হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, এর মাধ্যমে জনগণের মধ্যে বিভ্রান্তি কেটে যাবে।
 
বিভিন্ন দেশে আঙুলের ছাপ ব্যবহার করার তথ্য মন্ত্রিসভায় উপস্থাপন করেন তারানা হালিম।
 
ডাকঘরে বায়োমেট্রিক ডিভাইস
তারানা হালিম জানান, দেশে নয় হাজারেরও বেশি ডাকঘরে ডিভাইস বসিয়ে সিম নিবন্ধনের সুযোগ করে দেওয়ার জন্য অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে।
 
গত ৪/৫ দিন আগে এই নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তারা আগামী এক সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরু করতে পারবে। কাস্টমার কেয়ার সেন্টার ছাড়াও ডাকঘর থেকে এই বাড়তি সুযোগ পাবে গ্রাহক।
 
আঞ্চলিক অফিসে সিম ভেরিফিকেশন
যাদের আঙুলের ছাপ মিলছে না তাদের নতুন জাতীয় পরিচয়পত্র করে সিম ভেরিফিকেশন করতে হচ্ছে জানিয়ে তারানা হালিম জানান, এজন্য তাদের কিছুটা ভোগান্তি হচ্ছে। ভোগান্তি এড়াতে আঞ্চলিক অফিসগুলোতে ডিভাইস বসিয়ে ভেরিফিকেশনের ব্যবস্থা করা হবে, যাতে আর বাড়তি ভোগান্তি না হয়।
 
প্রোপাগান্ডায় ফেসবুকে ২৪টি পেজ
বায়োমেট্রিক পদ্ধতির বিরুদ্ধে একটি চক্র বিরোধিতা করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুকে ২৪টি পেজ খোলা হয়েছে। দেশ ও দেশের বাইরে থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে।
 
‘যারা জঙ্গি, জঙ্গিবাদে অর্থায়ন করেন, অস্থিরতা সৃষ্টি করতে চান তারাই কাজটি করছেন’।
 
তাদের রাজনৈতিক পরিচয় বিতর্কিত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের পরিচয়গুলো জাতির সামনে তুলে ধরা প্রয়োজন, যাতে মানুষ সচেতন হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমআইএইচ/এমজেএফ/

** ‘৩০ এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক না করলে সিম বন্ধ’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।