ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মে মাসে ডিজিটাল সিকিউরিটি সামিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
মে মাসে ডিজিটাল সিকিউরিটি সামিট

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো ডিজিটাল সিকিউরিটি সামিট-২০১৬ আয়োজন করতে যাচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ও বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)।

মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির নির্বাহী পরিচালক ও সম্মেলন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৮-২৯ মে কৃষিবিদ কমপ্লেক্স অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দু’দিনব্যাপী ডিজিটাল সিকিউরিটি সামিট-২০১৬ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সামিটে দেশি-বিদেশি শীর্ষস্থানীয় সিকিউরিটি এক্সপার্টরা বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস’র সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, ইনফরমেশন সিস্টেমস অডিট অ্যান্ড কন্ট্রোল অ্যাসোসিয়েশনের সভাপতি নজরুল হায়দার, ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি সাব্বির আহমেদ, এইচআরডিআই পরিচালক ও মাইক্রোসফট বাংলাদেশের সাবেক কান্ট্রি ডিরেক্টর ফিরোজ মাহমুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এইচআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।