ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৭ এপ্রিল ‘ই-কমার্স দিবস’ পালন করবে ই-ক্যাব

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
৭ এপ্রিল ‘ই-কমার্স দিবস’ পালন করবে ই-ক্যাব

দেশে জাতীয়ভাবে ই-কমার্স দিবস পালনের দাবি জানিয়ে ৭ এপ্রিল ই-কমার্স দিবস পালন করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। তাদের এই উদ্যোগে যুক্ত হয়েছে ইউনাউটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।

ই-কমার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

'নিরাপদে হোক অনলাইন কেনাকাটা' এ স্লোগানে ধানমন্ডির ইউআইইউ অডিটোরিয়ামে দিবসটি উদযাপনে আয়োজন করা হয়েছে নানা ধরনের কর্মসূচি। এদিন ই-ক্যাবের নিবন্ধিত প্রায় সাড়ে তিনশো প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেবেন। যেখানে দেশে ই-কমার্স ব্যবসার নীতি নিয়ে আলোচনা এবং অনলাইনে পণ্য কিনতে ভোগান্তি কমানো, পণ্যের দাম কমানোসহ বেশকিছু বিষয়ে দিক নির্দেশনা দেয়া হবে। এছাড়া ই-ক্যাবের সদস্য প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে থাকছে নানান ছাড় সহ অফার।

প্রত্যাশানুযায়ী দেশের মানুষের এখনো ই-কমার্সে আস্থা আসেনি, দিকটি বিবেচনা করে অনলাইন কেনাকাটায় উদ্বুদ্ধ করতে সেশন রাখা হচ্ছে দিবসটিকে ঘিরে।

ই-ক্যাব মনে করে, অন্যান্য দেশের চেয়ে এখনও ই-কমার্স ব্যবসায় বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এই খাতকে এগিয়ে নিতে হলে একটি নির্দিষ্ট দিনকে দিবস হিসেবে পালন করা দরকার। তাহলে তরুণ উদ্যোক্তাদেরও এ ব্যবসায় প্রবণতা বাড়বে।

শুধু ৭ এপ্রিল নয় পুরো এপ্রিল মাসকেই ই-কমার্স মাস হিসেবে ঘোষণা করেছে ই-ক্যাব।

উল্লেখ্য, ৭ এপ্রিল এবারই প্রথম নয়, গত বছর থেকেই তারিখটিকে ই-কমার্স দিবস হিসেবে পালন করছে ই-ক্যাব।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।