তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশমান ধারার সাথে শিক্ষার্থীদের যুগোপযোগী করা এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘একজন ছাত্র একটি ল্যাপটপ’ প্রকল্পের আওতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবার ৮০০ শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দিয়েছে।
শনিবার (০৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ল্যাপটপ প্রদানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ’র উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম।
এর আগে একাডেমিক ও শিক্ষা কার্যক্রমে ল্যাপটপের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রত্যয়ে শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হামদিুল হক খান, এমিরিটাস অধ্যাপক আমিনুল ইসলাম, সাবেক উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. এম লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো: সবুর খান বলেন, প্রতিটি শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুল দেয়া হয়েছে যাতে তারা প্রতিযোগিতামূলক চাকুরীর বাজারে নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারে। তিনি শিক্ষার্থীদেরকে ল্যাপটপের সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা বলেন।
উল্লেখ্য, সামার-২০১০ সেমিষ্টার থেকে “ওয়ান স্টুডেন্ট:ওয়ান ল্যাপটপ” প্রকল্পের ধারাবাহিক কার্যক্রম পালন করে আসছে ডিআইইউ। এখন পর্যন্ত মোট তের হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ প্রদান করলো প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
এসজেডএম