ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পরবর্তী প্রজন্মের ডেটা সেন্টারের জন্য ডেলের নতুন পণ্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
পরবর্তী প্রজন্মের ডেটা সেন্টারের জন্য ডেলের নতুন পণ্য

তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে ও উৎপাদন বাড়াতে দেশের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুঁজছে উদ্ভাবনী প্রযুক্তি। তাদের এ চাহিদা পুরণের লক্ষ্যে ডেল বাংলাদেশে ‌উদ্ভাবনমূলক আধুনিক সব পণ্য, সেবা নিয়ে আসছে।

তথ্যপ্রযুক্তি খাতের বিখ্যাত এ প্রতিষ্ঠানটি ‘ডেল বাংলাদেশ ফিউচার-রেডি ২০১৬’ কার্যক্রমের ধারাবাহিকতায় দেশে নতুন ডেটা সেন্টার সল্যুশনের ঘোষণা দিয়েছে। এই সল্যুশনে আছে ব্র্যান্ডটির বেশকিছু অভিনব পণ্য ও সেবা। এগুলো যেমন সাশ্রয়ী, সহজসাধ্য তেমনি অত্যাধুনিক। এর মাধ্যমে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা উপকৃত হতে পারবে।

সোমবার (১১ এপ্রিল) ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে এগুলো উন্মোচন করা হয়।

‌উন্মোচিত পণ্যের তালিকায় রয়েছে-

ডেল পাওয়ারএজ এফএক্স পোর্টফোলিও
ডেলের এই পাওয়ারএজ এফএক্স সার্ভার বর্তমান এবং আগামীর প্রয়োজনীয়তাকে বিবেচনা করে আনা হয়েছে। সাশ্রয়ী র‌্যাক-নির্ভর সিস্টেমের এ পণ্যে তিনটি নতুন মডিউলসহ অ্যাপ্লিকেশন পরিবর্তনের অপশন রয়েছে। পাওয়ারএজ আর৯৩০ মডেলের পাশাপাশি ডেলের ১৩তম প্রজন্মের পাওয়ারএজ সার্ভারের ঘোষণা দেয়া হয়েছে।

এটি সবচেয়ে শক্তিশালী সার্ভার হিসেবে বিবেচিত। এর বৈশিষ্ট্য-৭২ প্রসেসিং কোরের ইন্টেল জিওন ই৭-৮৮০০/৪৮০০ ভি৩ সিরিজের প্রসেসর, সর্বোচ্চ ৬ টেরাবাইট মেমোরি, ২৪টি ইন্টারনাল হার্ডড্রাইভ। এটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ৮টি পাওয়ারএজ এক্সপ্রেস ফ্ল্যাশ এনভিএমই পিসিআইই এসএসডি ধারণক্ষম।

ডেল স্টোরেজ সল্যুউশন
নতুন ডেল ‘স্টোরেজ এসসিভি২০০০ সিরিজ’ এন্ট্রি-লেভেল স্টোরেজ সেবা হলেও এটি একই ম্যানেজমেন্ট ও একাধিক কোর সুবিধার উচ্চক্ষমতাসম্পন্ন ডেল এসসি সিরিজের মতো পারফরমেন্স দেয়। এতে ব্যবহৃত সফটওয়্যার একটি কমন প্লাটফর্মের মাধ্যমে কাজ করায় গ্রাহকদের সময় বাঁচে এবং ব্যবস্থাপনা-পরিচালনার খরচও কমায়।

এছাড়া নতুন ডেল পিএস৬৬১০ সিরিজ যা গ্রাহকদের অধিক ডাটা সংরক্ষণ ও অধিক শক্তিশালী বিজনেস অ্যাপ্লিকেশনের জন্য আদর্শ স্টোরেজ সল্যুউশন।

ওপেন নেটওয়ার্ক সল্যুউশন
নেটওয়ার্ক সল্যুশনে রয়েছে ডেলের নতুন এক্স-সিরিজের স্মার্ট ম্যানেজড সুইচ ও এন-সিরিজের কয়েকটি মডেল। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য এগুলো উপযুক্ত।

ওয়াইজ ৫০৫০ এআইও জিরো ক্লায়েন্ট
ডেলের ‘ক্লাউড ক্লায়েন্ট-কম্পিউটিং’ যা স্বাস্থ্যসেবা, শিক্ষা, আর্থিক, সরকারি খাতের গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে। ডাটা সেন্টার থেকে গ্রাহক পর্যন্ত অ্যাপস ও ডাটার নিরাপদ সরবরাহে যারা নিয়োজিত রয়েছে তাদের কর্মক্ষমতা বৃদ্ধি করে এটি। তাদে সুবিধায় এমনই একটি পণ্য হলো ‘ওয়াইজ ৫০৫০ এআইও জিরো ক্লায়েন্ট’। ভিএমওয়্যার এনভায়রনমেন্ট অনুযায়ী ডিজাইনকৃত ডেলের এ পণ্যটি ভাইরাস ও ম্যালওয়্যার প্রতিরোধে সক্ষম। ফলে ব্যবসাকে নিরাপদ রাখতে এটি কার্যকরী।

মোবিলিটি
এন্টারপ্রাইজ মোবিলিটি সক্ষমতাকে বাড়িয়ে দিতে অল-ইন-ওয়ান ডেস্কটপ এক্সপিএস, ল্যাটিচিউড এবং ভস্ট্রো নোটবুকসহ বেশ কিছু পণ্য আনা হয়েছে। মোবিলিটিতে আরো রয়েছে মোবাইল অ্যাপস ও সাইট ডেভেলপমেন্ট, মোবাইল হেলথকেয়ার স্পেস টুলস, উইন্ডোজ ১০ ডেপ্লয়মেন্ট সাপোর্টসহ বিভিন্ন সেবা।

ডেল ডাটাসেন্টার
ডেল ডাটাসেন্টারে উন্মোচিত পণ্য ও সেবার মধ্যে রয়েছে ডেলের প্রথম ডাটাসেন্টার স্ক্যালেবল সল্যুউশন সার্ভার। এছাড়া আছে উচ্চ ক্ষমতাসম্পন্ন ডেল স্টোরেজ এসসি৯০০০, নতুন ডেল স্টোরেজ এসসি সিরিজের সফটওয়্যার, ডেল ডাটা প্রটেকশন, ৠাপডি রিকোভারি ডাটা প্রটেকশন, এক্সসি সিরিজের ওয়েব-স্কেল কাভারর্জড অ্যাপ্লায়েন্স মডেল, ডেল প্রোডেপ্লয় অ্যাপ্লিকেশন মর্ডানাইজেশন পোর্টফোলিও।

ডেল কর্তৃপক্ষ মনে করে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় স্থানীয় প্রতিষ্ঠানগুলো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়ের প্রসার ঘটাতে পারবে। কেননা প্রযুক্তির মাধ্যমে সর্বোচ্চ উৎপাদশীলতা নিশ্চিত ও ভালো সেবা দেওয়া সম্ভব। আর এক্ষেত্রে প্রযুক্তিকে সহজ ও আন্তর্জাতিকমানের হতে হবে।

উল্লেখ্য, বাংলাদেশের ভবিষৎ ব্যবসায়িক পরিবেশের উন্নয়নে ডেল ‘ফিউচার-রেডি সল্যুউশনের’ মাধ্যমে সহযোগিতা করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।