ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বৃহৎ পরিসরে ‘ক্যারিয়ার ফেস্ট’ এবার চট্টগ্রামে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
বৃহৎ পরিসরে ‘ক্যারিয়ার ফেস্ট’ এবার চট্টগ্রামে

দেশের অন্যতম এবং প্রথম অনলাইন জবপোর্টাল জবসবিডি ডট কম, দেশের শিক্ষিত বেকারদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু থেকেই কাজ করে আসছে।

সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে ‘চট্রগ্রাম সিটি কর্পোরেশন’ এর সহযোগিতায় প্রথমবার বৃহৎ পরিসরে ‘ক্যারিয়ার ফেষ্ট ইন চট্টগ্রাম’ শীর্ষক আয়োজন করছে জবসবিডি।

আগামী ৬, ৭ মে চট্টগ্রামের সিইসি কনভেনশন সেন্টারে (জিইসি সার্কেল) সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে ক্যারিয়ার মেলা।

চট্রগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আজম নাছির উদ্দীন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে যোগাযোগ সৃষ্টি এবং তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার লক্ষে এই আয়োজন। প্রায় ৫ হাজার দক্ষ ব্যক্তি, ৫০ হাজার গ্র্যাজুয়েট, ২০ টির অধিক সরকারি-সরকারি বিশ্ববিদ্যালয় এবং ১০০’র অধিক চাকরিদাতা প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

আয়োজকরা মনে করছেন, ক্যারিয়ার ফেস্টের মাধ্যমে চাকরি প্রত্যাশী, চাকরিদাতা, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে এক সেতুবন্ধন তৈরি হবে। এর ফলে চট্টগ্রামের শিক্ষিত বেকার ও দক্ষ লোকজন তাদের উপযুক্ত চাকরির সন্ধান করে নিতে পারবে অন্যদিক চাকরিদাতারা তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে নিতে পারবে।

উল্লেখ্য, মেলায় তাৎক্ষনিক সাক্ষাৎকার, সঠিকভাবে বায়োডাটা তৈরি, প্রশিক্ষণ, ক্যারিয়ার ক্লিনিকের মাধ্যমে দক্ষতা নিরুপন পরীক্ষা, প্যানেল ডিসকাশন, তরুন নেতৃত্ব ও তরুন উদ্যোক্তাদের পুরস্কারের ব্যবস্থা থাকছে। এছাড়া ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে সেমিনার, দেশ-বিদেশে শিক্ষার সুযোগ, চাকরির জন্য অনলাইনে নিজের সিভি দেয়ার নিয়ম সহ আরো অনেক বিষয় জানার সুযোগ রয়েছে এখানে।

এই ফেস্টের স্ট্র্যাটেজিক পার্টনার চট্টগ্রাম চেম্বার অব কমার্স এবং এসিসিএ এবং এসোসিয়েটস পার্টনার হিসেবে থাকছে BASIS, BSHRM, BOLD, DEC। এছাড়া নলেজ পার্টনার থাকবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

মেলা সম্পর্কে আগ্রহীদের বিস্তারিত জানানোর জন্য http://careerfest.jobsbd.com  ওয়েবসাইট খোলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।