ন্যাশনাল হ্যাকাথন ২০১৬’তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্সিটিটিউট অব আইটির ৪টি দলের অসাধারন সাফল্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজয়ীদের সংবর্ধনা দিয়েছে।
ধানমন্ডির সোবহানবাগে ডিআইইউ মিলনায়তনে মঙ্গলবার (১২ এপ্রিল) সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোঃ সবুর খান।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ সবুর খান বলেন, মোবাইল অ্যাপস তৈরির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানের পথ বের করে আমাদের নতুন প্রজন্ম দেশ তথা সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। টেকনোলজির এই যুগে নিজের দক্ষতাকে বিশ্ব দরবারে তুলে ধরারও যথেষ্ট সুযোগ রয়েছে।
শিক্ষার্থীদের এই অসাধারন সাফল্যে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতে নতুন নতুন অ্যাপস তৈরির জন্য উৎসাহিত করেন।
এছাড়া প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম বক্তব্যে শিক্ষার্থীদের এমন অর্জন অব্যাহত থাকবে বলে আশাবাদ করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থি ছিলেন ইমেরিটাস প্রফেসর ড. এম. লুৎফর রহমান, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. সৈয়দ আকতার হোসেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. প্রাণ কানাই শাহ, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. তৌহিদ ভূইয়া, ড্যাফোডিল ইন্সিটিটিউট অব আইটির অধ্যক্ষ মোঃ শাখাওয়াত হোসেন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট এ্যাফেয়ার্সের পরিচালক সৈদয় মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ৬ থেকে ৭ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনে মিরপুরের পিএসসি কনভেনশন হলে ন্যাশনাল হ্যাকাথন অনুষ্ঠিত হয়। এতে ৩৭০ টি দলের প্রায় ২০০০ প্রতিযোগি অংশগ্রহণ করে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তিনটি অ্যাপস ‘এনার্জি ইফিসিয়ান্সি, রোড ট্রাফিক এন্ড এ্যাকসিডেন্ট, সোনার বাংলা’ তিন বিভাগে যথাক্রমে চ্যাম্পিয়ন, ১ম রানার্স আপ এবং ২য় রানার্স আপ হয়। এছাড়াও ন্যাশনাল ইউনিভার্সিটির অধীন ড্যাফোডিল ইন্সিটিটিউট অব আইটির একটি অ্যাপস ‘কোয়ালিট ইউ’ ১ম রানার্স আপ হয়।
বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসজেডএম