ফেসবুকভিত্তিক আত্মকর্মসংস্থান বিষয়ক গ্রুপ "চাকরি খুঁজব না, চাকরি দেব" এর উদ্যোগে শনিবার (১৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে "আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট"।
তরুন উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি ক্রেতাদের সামনে তুলে ধরতে এবং গ্রাহকদের সঙ্গে অনলাইন উদ্যোক্তাদের পরিচয় করিয়ে দেয়ার লক্ষ্যে আয়োজন করা হচ্ছে মেলা।
মঙ্গলবার (১২ এপ্রিল) বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্যোক্তা হাটের বিস্তারিত তুলে ধরেন “চাকরি খুঁজব না, চাকরি দেব” এর পরিচালক ও "আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাটের“ আহবায়ক সাজ্জাত হোসেন।
জানানো হয়, ধানমন্ডি ২৭ নম্বরের ওম্যান ভলান্টারি এসোসিয়শন ভবনের তিনটি কক্ষে আয়োজিত এ মেলা উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল।
মেলায় প্রায় ৪০ জন তরুন উদ্যোক্তা পণ্য ও সেবা তুলে ধরবেন পাশাপাশি বিশেষ ছাড়ে বিক্রি করবেন । প্রদর্শীত পণ্য, সেবার মধ্যে থাকছে ই-কমার্স, তথ্যপ্রযুক্তি, প্রিন্টিং, জুযেলারী, পোশাক, গ্যাজেট, চামড়া ও চামড়া জাত পণ্য, ভ্রমণ সহায়তা সহ বিভিন্ন বিষয়।
সংবাদ সম্মেলনে মেলার টাইটেল স্পন্সর ‘আজকের ডিল’ এর হেড অব অপারেন্সন্স দেবাশীষ ফনি বলেন, দেশের প্রথম বাংলা ভাষার ই-কমার্স সাইট ‘আজকের ডিল ডটকম’ তরুন উদ্যোক্তাদের পণ্য বিপননে সহায়তা করে থাকে। উদ্যোক্তাদের সঙ্গে সম্পৃক্ত থাকতে আমারা এ হাটে যুক্ত হয়েছি।
মেলার গোল্ড স্পন্সর এসএসএল কমার্সের হেড অব ই-কমার্স সাকিব নাইম বলেন, উদ্যোক্তাদের জন্য তাদের প্রতিষ্ঠান অনলাইনে বিক্রির ক্ষেত্রে সহজে পেমেন্ট পাওয়ার ব্যবস্থা করে থাকেন। উদ্যোক্তা হাটে তারা অনলাইন লেনদেনের বিষয়গুলো দর্শনার্থীদের সামনে তুলে ধরবেন যাতে দেশে ই-কমার্সের বিস্তার হয়।
এক প্রশ্নের উত্তরে মেলার আহবায়ক জানান, বিগত দুইটি উদ্যোক্তা হাটে ক্রেতা, বিনিয়োগকারী ও নবীন উদ্যোক্তাদের বিপুল সাড়া পাওয়া গেছে। তার প্রত্যাশা এবারও নেটওয়ার্ক সম্প্রসারণ, উদ্যোক্তা-বিনিয়োগকারী সম্পর্ক স্থাপন, ক্রেতা সামগমও ভাল হবে।
উদ্যোক্তা হাটে “রেনে বাংলাদেশ, ইভেন্ট বিডি, অফার বাজার, এসটি সলিউশন, ভ্রমণ ডট কম, বাংলার কবিতা প্রকাশন, প্রিয় শপ ডট কম, ভাইপার লেদার, ওয়াওজার ও কসমেটিক ফ্রিকের” প্যাভিলিয়ন থাকছে।
এছাড়া স্টল থাকবে “ইকো ড্রিমস, ফ্রেসফুডবিডি, প্রসিদ্ধ, অনলাইন বিতান, টুইস্টেড রেসিপি, বিএইকেআই সেন্টার, ক্ষুদ্র সফট, অপ্সরি বুটিক, বন্ধু ডট কম, পিনাকল মিডিয়া, জিরো ডিগ্রী কমিউনিকেশন,ব্র্যান্ড কিডস, বিডি সফট, বাইক বিডি, প্যাকার্স, ফিটম্যান, মার্ক ডিনডিগো, ই-স্মার্ট, নিজোল ক্রিয়েটিভ, লুকস-দি এলিগ্যান্স অফ ফ্যাশন, প্রোফিসিও, নিউ মুন ক্লদিং ডিজাইন কাউস, শাহিন’স হেল্প লাইন, তরি তরকারি ডট কম, ট্যান ও গ্যাজেট বাংলার”।
দুই দিনব্যাপী এই হাট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
মেলার গোল্ড স্পন্সর দপ্তর ও বিডি ভেঞ্চার লিমিটেড এবং ই-কুরিয়ার আছে হোস্ট পেয়ার ও হোস্ট মাইট সিলভার স্পন্সর হিসেবে। এছাড়া পার্টনার হিসাবে রয়েছে ইন্টারনেট সেবাদানকারী ডোজ ইন্টারনেট, যমুনা টেলিভিশন ও এনটিভি অনলাইন।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এসজেডএম