ঢাকা: সামিট কমিউনিকেশনস লিমিটেডের (এসসিএল) সঙ্গে অবকাঠামো বিনিময় চুক্তি সই করেছে দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক।
চুক্তি অনুযায়ী, এসসিএল বাংলালিংককে নির্দিষ্ট রুটে ফাইবার ক্যাপাসিটি লিজ দেবে এবং বাংলালিংকও সামিট কমিউনিকেশনসকে ভিন্ন রুটে বিদ্যমান ফাইবার ক্যাপাসিটি লিজ দেবে।
এতে এই প্রথমবারের মতো বাংলালিংক এবং এসসিএল’র মধ্যে নির্দিষ্ট রুটে ফাইবার লিজিং অংশীদারিত্ব থাকছে।
শক্তিশালী ফাইবার নেটওয়ার্ক থাকায় উভয়পক্ষ উপকৃত হবে। এতে নির্দিষ্ট কিছু এলাকায় বাংলালিংক তার গ্রাহকদের আরও ভালো নেটওয়ার্ক সুবিধা দিতে সক্ষম হবে। বাংলালিংকের বিদ্যমান একটি নির্দিষ্ট ফাইবার রুট ব্যবহার করে এসসিএল অন্য টেলিকম অপারেটরদের আরও বেশি ব্যান্ডউইথ ট্রান্সমিশন সুবিধা দিতে পারবে।
বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) এবং সিইও এরিক অস এবং সামিট কমিউনিকেশনস লি. এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আরিফ আল ইসলামসহ উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গুলশানে বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার্স ডেনে সম্প্রতি এ চুক্তি সই হয়।
বাংলালিংকের সিইও এরিক অস বলেন, এখন ডিজিটাল যুগ চলছে। আমরা বিশ্বাস করি এই অংশীদারিত্ব আমাদের আরও বেশি কর্মতৎপর ও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং এর মাধ্যমে আমরা গ্রাহকদের আরও ভালো সেবা দিতে পারব। এ চুক্তির ফলে, বাংলালিংক এবং সামিট কমিউনিকেশনস লি. উভয়ই উপকৃত হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৬
এমআইএইচ/পিসি