ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে ভিডিও চ্যাটিং

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুলাই ৭, ২০১১
ফেসবুকে ভিডিও চ্যাটিং

এবার ফেসবুকে যুক্ত হলো ভিডিও চ্যাটিং সুবিধা। সামাজিক সাইট ফেসবুক এবং স্কাইপি যৌথউদ্যোগে এ সুবিধা চালু করছে।

এর আগে ফেসবুক ব্যবহারকারীরা শুধু বার্তার মাধ্যমে একজন অন্যজনের সঙ্গে চ্যাট করতে পারতেন। নতুন এ সেবার মাধ্যমে এখন থেকে চ্যাটিংয়ের সঙ্গে একজন অন্যজনকে দেখতেও পারবেন।

ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ফেসবুকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, বিশ্বের সেরা ভিডিও চ্যাট প্রযুক্তিকে বিশ্বের সেরা সামাজিক যোগাযোগ সাইটে যুক্ত করে কিছু অত্যাধুনিক দৃশ্যপট সৃষ্টি করতে চলছি৷ নতুন এ চ্যাটিং সুবিধা আগামী কয়েকদিনের মধ্যেই পুরোপুরিভাবে চালু হবে। তবে এখন থেকেই অপশন সক্রিয় করা যাবে।

এ মুহূর্তে বিশ্বে সক্রিয় স্কাইপি ব্যবহারকারীর সংখ্যা ১৭ কোটি। আর ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি। সম্প্রতি ফেসবুক ও মাইক্রোসফট যৌথভাবে সাড়ে আট বিলিয়ন ডলারে স্কাইপ কিনে নেয়।

বাংলাদেশ সময় ১৬০২ ঘণ্টা, জুলাই ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।