ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের বাজারে নেটিসের ২০ মডেলের নেটওয়ার্কিং পণ্য

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
বাংলাদেশের বাজারে নেটিসের ২০ মডেলের নেটওয়ার্কিং পণ্য

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নেটওয়ার্কিং পণ্য ব্র্যান্ড নেটিস’র ‘গ্রান্ড লঞ্চিং সিরেমনি’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (১৩ এপ্রিল) নেটিস’র একমাত্র বাংলাদেশি পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড আয়োজিত এ অনুষ্ঠানে নেটিস’র ওভারসীজ মার্কেটিং একাউন্ট ম্যানেজার ডেভিড সু, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, কর্পোরেট মহাব্যবস্থাপক হাসান ফাহিম, এন্টারপ্রাইজ ব্যবসায়ের মহাব্যবস্থাপক শাহেদ কামাল, উপমহাব্যবস্থাপক শেখ আলমগীর সহ প্রতিষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


দেশের বাজারে নেটিস ব্র্যান্ডের পণ্য প্রকাশের বিষয়ে মোঃ জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিসের ব্যবসায়ে নতুন ব্র্যান্ড হিসেবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নেটিস’র যাত্রা শুরু হল। নেটিস মূলত নেটওয়ার্কিং পণ্যের একটি ব্রান্ড। রাউটার, সুইচ, নেটওয়ার্ক এডাপ্টার, এন্টেনা, আইপি সারভেইলেন্স সহ বিভিন্ন নেটওয়ার্কিং এক্সেসরীজ পণ্য প্রস্তুতকারক হিসেবে নেটিসের আন্তর্জাতিক সুনাম রয়েছে।

দেশে নেটওয়ার্কিং পণ্যের ক্রমবর্ধমান চাহিদার দিকটি বিবেচনা করেই নেটিস’র মতো গুনগত মানের একটি নেটওয়ার্কিং ব্রান্ড বাজারে নিয়ে এসেছি।

উল্লেখ্য, নেটিস ব্র্যান্ডের ৯টি মডেলের ওয়্যারলেস রাউটার, ২টি মডেলের গেমিং রাউটার, ১টি মডেলের হাই পাওয়ার রাউটার, ১টি মডেলের এক্সেস পয়েন্ট, ১টি মডেলের র‌্যাঞ্জ এক্সটেন্ডার এবং ৬টি মডেলের সুইচ আনুষ্ঠানিকভাবে বাজারে উন্মুক্ত করা হয়েছে।

নেটিস’র ‘গ্রান্ড লঞ্চিং সিরেমনি’তে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নেটিস সিস্টেম কো. লিমিটেডের ওভারসীজ মার্কেটিং একাউন্ট ম্যানেজার ডেভিড সু। সংগীত আয়োজনে স্মার্ট টেকনোলজিসের নিজস্ব শিল্পীরা সহ পাওয়ার ভয়েস শিল্পী আয়েশা মৌসুমী সংগীত পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।