ঢাকা: ভূমিকম্পের পর ফেসবুক ব্যবহারকারীরা নিরাপদে অাছেন কি না, তার জন্য একটি ফিচার চালু করেছে সামাজিক যোগাযোগের এ মাধ্যম।
'সেফটি চেক' নামে ফিচারটির মাধ্যমে ম্যাসেজ বক্সে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে অাসছে অাপনি নিরাপদ কিনা।
এরপর ইয়েস বাটনে ক্লিক করলেই দেখাচ্ছে অাপনি নিরাপদ। এছাড়া বন্ধুরা কারা কারা নিরাপদে রয়েছেন তাও দেখোচ্ছে ফিচারটি।
বুধবার (১২ এপ্রিল) রাতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে সারা বাংলাদেশ। এরপরই ফিচারটি চালু করে ফেসবুক।
বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এমঅাইএইচ/এসআর