ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অন্যান্য ডিভাইসও চার্জ হবে হুয়াওয়ে ‘ওয়াই৬ প্রো’তে

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
অন্যান্য ডিভাইসও চার্জ হবে হুয়াওয়ে ‘ওয়াই৬ প্রো’তে

‘ওয়াই৬ প্রো’ মডেলের নতুন একটি স্মার্টফোন দেশে বাজারজাত শুরু করেছে হুয়াওয়ে। এক চার্জেই দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য হ্যান্ডসেটটিতে রয়েছে অসাধারণ কিছু প্রযুক্তির সমন্বয়।

যার মধ্যে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি বিশেষভাবে উল্লেখযোগ্য। এতে পাওয়ার সেভিং ৩.০ প্রযুক্তি থাকায় দীর্ঘক্ষণ ব্যবহার করা যায় এবং গতানুগতিক স্মার্টফোনগুলোর তুলনায় দুইগুণ বেশি দ্রুত চার্জ হতে সক্ষম।

এছাড়াও রয়েছে ‘রিজার্ভ চার্জিং’ যা ‘ওয়াই৬ প্রো’কে বহনযোগ্য চার্জার হিসেবে ব্যবহারে সমর্থন দেয়। ফলে ব্যবহারকারীরা স্মার্টফোনে ওটিজি’র মাধ্যমে অন্যান্য ডিভাইসকেও চার্জ দিতে পারবে।

সুলভ মূল্যের এই মোবাইল ফোনের অন্যান্য বৈশিষ্ট্যগুলো-পোর্টেবল চার্জার, এফ২.২ অ্যাপার্চার, ওয়াইড অ্যাঙ্গেল রেঞ্জ প্রযুক্তির ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। মনেরমতো ছবি তোলার জন্য ফটোগ্রাফি পার্টে এছাড়াও রয়েছে ব্যাকলিট মুড, হাই স্পিড ক্যাপচার মুড, আল্ট্রা ফাস্ট স্ন্যাপশট, অটোফেস ডিটেকশন এবং ছবি সম্পাদনাকারী সফটওয়্যার।

 

অ্যান্ড্রয়েড ৫.১ (ললিপপ) সংস্করণের মাল্টিটাস্কিং সুবিধার ডিভাইসটির ৠাম দুই জিবি, রম ১৬ জিবি।

৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের ওয়াই৬ প্রো-এর পেছনে আর্গোনোমিক ওয়াটার-কার্ভড বা বাঁকানো প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। প্রায় পাঁচ হাজার ভিন্ন ভিন্ন পদ্ধতি টানা পাঁচদিন ব্যবহার করে আর্গোনোমিক ওয়াটার-কার্ভড নকশাটি করেছে নির্মাতা প্রতিষ্ঠান। যা দিনের আলো এবং ছায়াতে ভিন্ন সৌন্দর্য ধারণ করে।   

মেটাল কোটিং বডির ৮.৫ মিলিমিটার পুরুত্বের এই হ্যান্ডসেট ব্যবহারহকারীরা থিম ও অন্যান্য অ্যাপ ফিচার কাস্টমাইজ করতে পাবে হুয়াওয়ে ইএমইউআই ৩.১ লাইট।

উল্লেখ্য, গ্রাহকদের চাহিদা পূরণের লক্ষ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে (আরঅ্যান্ডডি) প্রায় ৫০বার ওয়াই৬ প্রো‘র কার্যক্ষমতা ও নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার ফলাফলে দেখা যায় ব্যবহারের তিন বছর পরও ওয়াই৬ প্রো-এর ব্যাটারি ৮০ শতাংশ পর্যন্ত কার্যকর থাকবে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব ডিভাইস বিজনেস ইংমার ওয়্যাং বলেন, স্মার্টফোন গ্রাহকদের চাহিদা পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হুয়াওয়ে বর্তমানে বিশ্বে দ্রুতগতিতে বিকাশমান একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড। গবেষণা ও উন্নয়নে আমরা প্রচুর অর্থ বিনিয়োগ করি। আর তার ফলস্বরুপ আমরা গ্রাহকদের ভালোবাসা অর্জন ও বিশ্বে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছি। এই ধারাবাহিকতায় আমরা তৈরি করেছি হুয়াওয়ে ওয়াই৬ প্রো।

এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ মাত্র ১৫,৯৯০ টাকায় পাওয়া যাচ্ছে ‘ওয়াই৬ প্রো’। রাজধানীর বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক ছাড়াও সারাদেশে হুয়াওয়ের ব্র্যান্ডশপ এবং স্থানীয় মোবাইলফোনের দোকানেও পাওয়া যাবে হুয়াওয়ের ওয়াই সিরিজের আধুনিক এ হ্যান্ডসেটটি।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।