ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

'আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট' শুরু

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
'আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট' শুরু

তরুন উদ্যোক্তাদের পণ্য ও সেবার সম্ভার নিয়ে রাজধানীর ওম্যান ভলান্টারি এসোসিয়েশন মিলনায়তনে শুরু হয়েছে 'আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট'।

শনিবার (১৬ এপ্রিল) সকালে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বেলুন উড়িয়ে উদ্যোক্তা হাটের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উদ্যোক্তা হাটের আহবায়ক সাজ্জাত হোসেন, ভেঞ্চার নিয়োগকারী প্রতিষ্ঠান বিডি ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক মুনির হাসান সহ অনেকে।

উদ্বোধন শেষে হাটে অংশ নেয়া সমস্ত প্রতিষ্ঠান এবং তরুন উদ্যোক্তাদের স্টল, প্যাভিলিয়নগুলো ঘুরে দেখেন জাফর ইকবাল। তরুণদের নানামুখী ও সৃজনশীল উদ্যোগ দেখে তিনি প্রশংসা করেন এবং তাদের পাশে দাড়ানোর জন্য বিনিয়োগকারী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানান।

এবারের এই হাটে ই-কমার্স ও আইটি থেকে শুরু করে বুটিকস, প্রিন্টিং, প্রকাশনা, টি-শার্ট, চামড়াজাত পণ্য-সামগ্রী, ফটোগ্রাফি, ভ্রমণ বিষয়ক প্রায় ৫০ জন উদ্যোক্তার পণ্য, সেবা প্রদর্শিত হচ্ছে।

রেনে বাংলাদেশ, ইভেন্ট বিডি, অফার বাজার, এসটি সলিউশন, ভ্রমণ ডট কম, বাংলার কবিতা প্রকাশন, প্রিয় শপ ডট কম, ভাইপার লেদার, ওয়াওজার ও কসমেটিক ফ্রিকের প্যাভিলিয়ন রয়েছে এখানে। এছাড়া ইকো ড্রিমস, ফ্রেসফুডবিডি, প্রসিদ্ধ, অনলাইন বিতান, টুইস্টেড রেসিপি, বিএইকেআই সেন্টার, ক্ষুদ্র সফট, অপ্সরি বুটিক, বন্ধু ডট কম, পিনাকল মিডিয়া, জিরো ডিগ্রী কমিউনিকেশন,ব্র্যান্ড কিডস, বিডি সফট, বাইক বিডি, প্যাকার্স, ফিটম্যান, মার্ক ডিনডিগো, ই-স্মার্ট, নিজোল ক্রিয়েটিভ, লুকস-দি এলিগ্যান্স অফ ফ্যাশন, প্রোফিসিও, নিউ মুন ক্লদিং ডিজাইন কাউস, শাহিন’স হেল্প লাইন, তরি তরকারি ডট কম, ট্যান ও গ্যাজেট বাংলার স্টল রয়েছে।

বৈশাখী উদ্যোক্তা হাটের টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘আজকের ডিল’ এবং গোল্ড স্পন্সর দপ্তর সিএমএস, বিডি ভেঞ্চার লিমিটেড, এসএসএল কমার্জ ও ডক্টরোলা। হোস্ট পেয়ার ও হোস্ট মাইট সিলভার স্পন্সর হিসেবে রয়েছে বিকাশ, ই-কুরিয়ার। মেলার পার্টনার ইন্টারনেট সেবাদানকারী ডোজ ইন্টারনেট, যমুনা টেলিভিশন ও এনটিভি অনলাইন।

উদ্যোক্তা হাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।