ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ডিজিটাল শিক্ষার প্রসারে রবি’র ‘টেন মিনিট স্কুল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
ডিজিটাল শিক্ষার প্রসারে রবি’র ‘টেন মিনিট স্কুল’

ঢাকা: জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু হলো সমন্বিত স্টাডি সল্যুশন ‘টেন মিনিট স্কুল’।

করপোরেট দায়বদ্ধতার আওতায় বিনামূল্যের এ অনলাইন প্লাটফর্মে পৃষ্ঠপোষকতা করেছে মোবাইল ফোন অপারেটর রবি।

রোববার (১৭ এপ্রিল) অনলাইন এ প্লাটফর্মটি চালু হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘টেন মিনিট স্কুলে’ দেশের সব শীর্ষস্থানীয় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভর্তি নির্দেশিকা এবং মডেল টেস্ট দেওয়ার সুযোগ রয়েছে। এতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ব্যয়বহুল কোচিং সেন্টারের ওপর নির্ভরতা কমবে বলে প্রত্যাশা করা হচ্ছে।  

স্কুলের বাইরে জেএসসি, এসএসসি ও এইচএসসি’র শিক্ষার্থীদের চর্চার জন্য জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী বিভিন্ন বিষয়ের ওপর অনলাইন কোর্স, টিউটোরিয়াল ও কুইজ রয়েছে এ প্লাটফর্মে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তিগত উদ্ভাবন, নিত্য-নতুন ডিজিটাল পণ্য ও সহজলভ্য ইন্টারনেট সংযোগ প্রতিনিয়ত আমাদের শেখার পদ্ধতিকে বদলে দিচ্ছে। এর ফলে প্রচলিত শিক্ষার পাশাপাশি অনলাইন শিক্ষারও প্রসার ঘটছে। এমনকি অনেক শিক্ষাবিদ প্রচলিত শিক্ষা পদ্ধতির চেয়ে অনলাইন শিক্ষার মাধ্যমকে উপযুক্ত বিকল্প হিসেবে দেখছেন।

অনলাইন শিক্ষার বেশ কিছু সুবিধা রয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি বিশ্বের যেকোনো স্থান থেকে শিক্ষার্থী গ্রহণ করতে পারেন, সময় ও অর্থ বাঁচে এবং শিক্ষার্থী নিজের মেধা ও যোগ্যতা অনুযায়ী শেখার সুযোগ পান। ‘টেন মিনিট স্কুল’ এসব সুবিধা সম্বলিত সবার জন্য উন্মুক্ত একটি আনন্দময় শিক্ষা উপকরণ।

‘টেন মিনিট স্কুল’ শিক্ষা গ্রহণের ধারণাকে বদলে দেবে বলে রবি’র বিশ্বাস। কারণ, এর ফলে স্থান, আর্থ-সামাজিক অবস্থান বা শিক্ষা প্রতিষ্ঠানের দূরত্ব কোন বাধা হয়ে দাঁড়াবে না। দেশে ডিজিটাল জীবনধার গড়ে তুলতে রবি’র গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে  ‘টেন মিনিট স্কুল’ একটি মাইলফলক হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।