ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এমএসএস আইটি’তে দুই মাস প্রশিক্ষণ, সঙ্গে একমাস অনুশীলন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এমএসএস আইটি’তে দুই মাস প্রশিক্ষণ, সঙ্গে একমাস অনুশীলন

ক্রমেই বেড়ে চলেছে আইসিটি খাতে দক্ষ পেশাদারদের চাহিদা। নিরাপত্তা প্রকৌশলী, সফটওয়্যার ডেভলপার, ওয়েব ডেভলপার, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপক, প্রোগ্রামার থেকে শুরু করে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষ ব্যক্তিদের চাহিদা দেশে-বিদেশে সর্বত্র সমভাবে বাড়ছে।

কাজের পারিশ্রমিকও সন্তোষজনক। অত্যন্ত যুগপোযোগী এই শিক্ষার সবচেয়ে সুবিধাজনক দিকটি হলো এ বিষয়ে দক্ষতা, অভিজ্ঞতা থাকলে ঘরে বসেই প্রচুর পরিমানে উপার্জন সম্ভব।

বাংলাদেশি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এমএসএস আইটি, তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে পেশাদার-প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে।

ফ্রন্ট অ্যান্ড ডেভলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং, এক্সগুলার জেএসসহ সহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় এই প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় রয়েছে। এখানে  দুই মাস প্রশিক্ষণের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের দক্ষতা আরো দৃঢ় করতে তিন মাস প্র্যাকটিস করানো হয়। এছাড়াও দেয়া হয় ক্যারিয়ার গাডলাইন।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক আজফার সাজিদ বলেন, তথ্যপ্রযুক্তিতে বিভিন্ন প্রশিক্ষণ দেবে এমএসএস আইটি। এখানে প্রশিক্ষণ নিয়ে কর্মদক্ষতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি কিংবা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করার উপযুক্ত হয়ে উঠা সম্ভব।

বিশ্বব্যাপী প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোতে সফটওয়্যার ডেভেলপার, ওয়েব ডেভেলপার, আইটি ম্যানেজার, কম্পিটার প্রোগ্রামার, গ্রাফিক্স ডিজাইনার, কম্পিউটার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট, ইনফরমেশন সিকিউরিটি অ্যানালিস্ট, ডাটাবেজ অ্যাডমিন সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের বিশাল সুযোগ রয়েছে।

এমএসএস আইটি প্রশিক্ষণপ্রাপ্তদের এসব প্রতিষ্ঠানে কাজ পাইয়ে দিতে সহায়তা করে।

আগ্রহীরা এই দুটি সাইট ভিজিটি করে আরো জানতে পারবে www.mssit.io / www.facebook.com/mssit.io।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।