ঢাকা: অ্যানিমেটেড বিশেষ ডুডলের মাধ্যমে ‘আর্থ ডে’ পালন করছে সার্চইঞ্জিন জায়ান্ট গুগল।
২২ এপ্রিল (শুক্রবার) প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে ‘আর্থ ডে’র শুভেচ্ছা হিসেবে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা।
ডুডলে লাল সূর্যের নিচে বিভিন্ন গাছ-পালা ও প্রাণীর ছবি দেখা হচ্ছে। মূলত ঘূর্ণমান বিশ্বের বিভিন্ন সৃষ্টিকে তুলে ধরা হয়েছে ডুডলে।
আর ডুডলে ক্লিক করলে আর্থ ডে সম্পর্কিত বিভিন্ন তথ্য দেখাচ্ছে গুগল। পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে ১৯৭০ সাল থেকে আর্থ ডে পালন করা শুরু হয়।
বিশেষ কোনো দিবস বা অনুষ্ঠান উপলক্ষে ডুডল তৈরি করে গুগল। এরই ধারাবাহিকতায় এবারও বিশেষ ডুডল করেছে গুগল।
বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
এমএ/