ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইইউবি’তে চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
আইইউবি’তে চলছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ আইইউবি’তে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের বাংলাদেশ পর্বের চূড়ান্ত প্রতিযোগিরা

রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে শুরু হয়েছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৬ এর বাংলাদেশে চ্যাপ্টার। দুই দিনব্যাপী এই হ্যাকাথন শুক্রবার (২২ এপ্রিল) উদ্বোধন করেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল।

এসময় উপস্থিত ছিলেন বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রাহমান সোহেল, পরিচালক সামিরা জুবেরী হিমিকা, ইউল্যাবের সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. সাজ্জাদ হোসেন ও আইইউবির সিএসই বিভাগের প্রধান ড. আশরাফুল আমিন।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০০ শিক্ষার্থী অংশ নিয়েছে হ্যাকাথনে। ৫০টি দলে বিভক্ত হয়ে প্রতিযোগিরা মহাকাশে নভোচারীদের নিরাপত্তা, আবহাওয়া তথ্য সহ গুরুত্বপূর্ণ সব বিষয়ে আইডিয়া, অ্যাপস, গেমের মাধ্যমে সমাধান দিয়ে নাসার চূড়ান্ত পর্বে অংশগ্রহনের জন্য প্রতিদ্বন্দীতা করছে।

তাদের উদ্ভাবনগুলো আরও উন্নত করে উপস্থাপনে জন্য ৩৬ ঘণ্টার এই হ্যাকাথনে আছে বিশেষজ্ঞ মেন্টররা। পর্যবেক্ষণের পাশাপাশি যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে প্রতিযোগিদের।

আয়োজকরা আশা করছে, বাংলাদেশের প্রতিযোগিদের এই সৃষ্টিশীল কাজের মধ্য দেয়ে বেরিয়ে আসবে মহাকাশের জন্য নানা সমাধান।

শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রথান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কৃত করবেন।

বেসিস সভাপতি শামীম আহসসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইইউবির উপাচার্য প্রফেসর এম ওমর রহমান। এছাড়া ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন নাসার প্রধান বিজ্ঞানী এলন রিনি স্টোফান।

বাংলাদেশ পর্বের চুড়ান্ত হ্যাকাথনের আগে দেশের তিনটি অঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী) আঞ্চলিক পর্বের ফাইনাল বুটক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখান থেকে নির্বাচন করা হয় মোট ৫০টি দল।

উল্লেখ্য, বিজয়ীরা নাসার চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের সুযোগ পাবে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দ্বিতীয়বার এই হ্যাকাথনের আয়োজন করলো। নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আহবায়ক বেসিসের পরিচালক আরিফুল হাসান অপু।

এ আয়োজনে সহযোগিতা করছে বেসিস স্টুডেন্টস ফোরাম ও ক্লাউড ক্যাম্প বাংলাদেশ। পৃষ্ঠপোষকতা করছে বাগডুম ডটকম, পিবাজার ডটকম ও পিপলএনটেক। একাডেমিক পার্টনার হিসেবে আছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ও রাজশাহী ইউনিভার্সিটি।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।