এখন থেকে বাংলাদেশের বাজারে মিলবে বিশ্বখ্যাত জার্মানি ব্র্যান্ড ‘ভিভানকো’র পণ্য। ২১ এপ্রিল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ন গ্রান্ড লঞ্চিং প্রোগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের বাজারে নেটওয়ার্কি পণ্য ব্র্যান্ডটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়।
‘ভিভানকো’ আয়োজিত গ্রান্ড লঞ্চিং’এ প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভিভানকো এশিয়া হেড কোয়ার্টারের প্রেসিডেন্ট তান জিয়াও গান, ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর এন্ডি রু, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার এরিক পেং, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মো: আবু সায়েম, রিজিওনাল ম্যানেজার প্রিয়াঙ্কা পল।
অনুষ্ঠানে বাংলাদেশে অন্যতম তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ঘোষণা করে ভিভানকো।
এসময় ভিভানকো প্রেসিডেন্ট বলেন, বিশ্বে সবচেয়ে গুণগতমানের নেটওয়ার্কিং এক্সেসরিজ তৈরি করে থাকে ভিভানকো। স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে বাংলাদেশে আইটি অবকাঠামো নির্মানে ভিভানকো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশাবাদ করেন তিনি।
স্মার্ট টেকনোলজিসের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জহিরুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, কর্পোরেট মহাব্যবস্থাপক হাসান ফাহিম, এন্টারপ্রাইজ ব্যবসায়ের মহাব্যবস্থাপক শাহেদ কামাল সহ অনেকে।
মো. জহিরুল ইসলাম বলেন, স্মার্ট টেকনোলজিসের কাছে ভিভানকো ব্র্যান্ডের সব ধরনের কপার ক্যাবল, ফাইবার ক্যাবল, ৠাক, প্যাচকর্ড, মডুলার জ্যাক, কানেক্টর, প্যাচ প্যানেল সহ বিভিন্ন নেটওয়ার্কিং এক্সেসরিজ পাওয়া যাবে।
তিনি আশা প্রকাশ করেন বলেন, যারা উন্নতমানে নেটওয়ার্কিং পণ্য দিয়ে অফিসের নেটওয়ার্কিং কাজ করতে চান, তাদের চাহিদা পূরণে সক্ষম হবে ভিভানকো’র পন্যগুলো|
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এসজেডএম