ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অনুমোদন ছাড়াই বাংলাদেশে ‘শাওমী’ হ্যান্ডসেট

ইসমাইল হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
অনুমোদন ছাড়াই বাংলাদেশে ‘শাওমী’ হ্যান্ডসেট

ঢাকা: নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) অনুমোদন ছাড়াই বাংলাদেশের বাজারে দিব্যি ব্যবসা করে যাচ্ছে হ্যান্ডসেট কোম্পানি ‘শাওমী’।

শনিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে টেলিকম সাংবাদিকদের সংগঠন টিআরএনবি আয়োজিত সেমিনারে এ তথ্য জানান বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রুহুল আলম আল মাহবুব মানিক ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক।

তারা বলেন, এই হ্যাস্টসেট বাংলাদেশের বাজারে বিক্রি করার জন্য বিটিআরসি থেকে কোনো অনুমোদন নেওয়া হয়নি।
 
রুহুল আমিন বলেন, শাওমী নামের একটি ব্র্যান্ডের মোবাইলফোন সেট মাসে ১০ হাজার পিস বিক্রি হচ্ছে। সেটার বিটিআরসি’র কোনো নিবন্ধন নেই। এ রকম বাংলাদেশে স্যামসাংয়ের বহু কপি এসেছে। শুধু দামী নয়, কম দামী হ্যান্ডসেটও এসেছে। ৫০ হাজার পিস ঘোষণা দিয়ে এসেছে দেড় লাখ।  
 
রেজওয়ানুল হক বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্প্রতি আইসিটি ফেয়ারে গিয়ে ওই চীনা হ্যান্ডসেট বিক্রি করতে দেখা যায়। যা প্রতি মাসে ১০ হাজারটি বিক্রি হচ্ছে। যার প্রতিটির মূল্য ২০ হাজার টাকা। অথচ বিটিআরসি’র কাছে তার কোনো নিবন্ধন নেই।
 
সেমিনারে নেতৃবৃন্দ আরও বলেন, ক্লোন বা নকল করে অনেকভাবে অবৈধ হ্যান্ডসেট বাজারে ঢুকছে। আর ঠকছেন সাধারণ গ্রাহক।
 
অবৈধ ও নকল হ্যান্ডসেট টেকাতে আইএমইএ নম্বর নিবন্ধন অত্যন্ত জরুরি উল্লেখ করে রুহুল আমিন বলেন, নকল ও অবৈধ হ্যান্ডসেট প্রবেশ ঠেকানো ছাড়াও এটা জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।
 
বিটিআরসিতে আইএমইএ ডাটা বেজ দ্রুতই চালু হবে বলে জানান প্রতিমন্ত্রী তারানা হালিম।
 
বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমআইএইচ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।