ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শেষ হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
শেষ হলো জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে দ্বিতীয়বারের মত দেশব্যাপী ১৬টি অঞ্চলে আয়োজন করা হয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৬-এর আঞ্চলিক পর্ব। এই ১৬টি আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে রোববার (২৪ এপ্রিল) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেলো প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।

আঞ্চলিক পর্বের কুইজ প্রতিযোগিতার বিজয়ী ৯৬৮ জন এবং প্রোগ্রামিং প্রতিযোগিতার বিজয়ী ৩১৩ জন ছোট ছোট প্রোগ্রামাররা এতে অংশ নেয়।

কুইজের জন্য ৩০ মিনিট আর প্রোগ্রামিং’র জন্য ৩ ঘণ্টা সময় পায় প্রতিযোগিরা। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা আশাবাদী এই তরুণদের নিয়ে। আজকের তরুণরাই যেকোনো অপশক্তিকে পরাজিত করে সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের তরুণরা একদিন বিশ্বজয় করবে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছে।

আগামীতে ৩২টি অঞ্চলে প্রোগ্রামিং প্রতিযোগিতা করা হবে। তিনি প্রত্যাশা রেখে বলেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করা হবে বাংলাদেশে।

এবারের জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্টে জুনিয়ার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছে রিজেন্ট এডুকেয়ারের নবম শ্রেনীর শিক্ষার্থী রুহান হাবিব। সিনিয়রে চ্যাম্পিয়ান হয়েছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের আসিফ জাওয়াদ।

আর কুইজে পর্বে জুনিয়ার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছে রাজশাহী কলেজিয়েট স্কুলের মো. ফাহিম আবরার, সেকেন্ডারি ক্যাটাগরিতে পাবনা জিলা স্কুলের শাহরিয়ার রিজবী এবং হায়ার সেকেন্ডারি ক্যাটাগরিতে চ্যাম্পিয়ান হয়েছে সরকারী বিজ্ঞান কলেজের সেজান আহমেদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মাদ কায়কোবাদ, রবি আজিয়াটা লিমিটেডের চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ, তথ্য-প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।

এদিন সকালেও প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রসঙ্গত, জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা উপলক্ষে এর আগে ৬৪টি জেলায় ৭০০ হাইস্কুলে প্রচারণামূলক অ্যাক্টিভেশন কার্যক্রমে প্রায় দুই লক্ষাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অন্যদিকে ১৬টি জেলায় আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রায় ২০ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়া ছিল মেন্টরস ট্রেনিং, অনলাইন মেন্টরশীপ ও ফোরাম আলোচনা কর্মসূচি।

আইসিটি ডিভিশনের এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক রবি আজিয়াটা লিমিটেড, বাস্তবায়ন সহযোগিতায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। এছাড়া একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল এবং পার্টনার হিসেবে ছিল কিশোর আলো, এটিএন নিউজ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।