ঢাকা: নেটওয়ার্কের অবৈধ ব্যবহার প্রতিরোধ করে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) নিজস্ব মনিটরিং ব্যবস্থা জোরদার এবং লাইসেন্সের শর্তানুযায়ী যথাযথভাবে দায়িত্ব প্রতিপালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
অন্যথায় আইএসপিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
মঙ্গলবার (২৬ এপ্রিল) বিটিআরসি এক নির্দেশনায় জানায়, এ/বি/সি ক্যাটাগরির আইএসপি লাইসেন্সের শর্তানুযায়ী সব ধরনের কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু প্রতিষ্ঠান যথাযথভাবে তা প্রতিপালন করছে না, যা দুঃখজনক।
নির্দেশনায় বলা হয়, এ/বি/সি ক্যাটাগরির আইএসপি কেবলমাত্র ন্যাশনওয়াইড/সেন্ট্রাল জোন/জোনাল আইএসপি হতে সংযোগ গ্রহণ করবে। এ/বি/সি ক্যাটাগরির আইএসপি কোনভাবেই আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) হতে সরাসরি সংযোগ গ্রহণ করতে পারবে না।
লাইসেন্সধারী প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে কোনভাবেই ব্যান্ডউইডথ সংযোগ দিতে পারবে না। এ/বি/সি ক্যাটাগরি আইএসপি প্রতিষ্ঠানসমূহ কোনভাবেই লাইসেন্সের অনুমোদিত মেয়াদ ও স্থান তথা নির্দিষ্ট থানা ছাড়া অন্য কোনো এলাকায় সংযোগ দিতে পারবে না।
আইএসপিসমূহকে মাসিক প্রতিবেদন প্রতিমাসের ৭ তারিখের মধ্যে বিটিআরসিতে এক্সেল শিটে ই-মেইলে (isp@btrc.gov.bd)-তে দাখিল করতে হবে।
নির্দেশনায় বলা হয়, আইএসপিগুলো নিজস্ব মনিটরিং ব্যবস্থা জোরদার করে নেটওয়ার্কের অবৈধ ব্যবহার প্রতিরোধ নিশ্চিত করবে।
উল্লিখিত নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা না করলে কমিশন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। এ বিষয়ে জানতে চাইলে আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এক নেতা বাংলানিউজকে বলেন, ক্যাটাগরি যাই থাকুক, নির্দেশনা বাস্তবায়নে বিটিআরসিকেই মনিটরিং বাড়াতে হবে।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআইএইচ/এসএইচ