ঢাকা: মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান রবি’র ধন্যবাদ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ইউপিএস অনুমোদিত এয়ার অ্যালায়েন্স লিমিটেডের সেবায় বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এ ব্যাপারে সম্প্রতি রবি’র লয়্যালটি অ্যান্ড উইনব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম ও এয়ার অ্যালায়েন্সের কাস্টমার সার্ভিসের ডিরেক্টর ফাইকা নাসের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
বুধবার (২৭ এপ্রিল) রবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চুক্তির আওতায় রবি’র প্লাটিনাম এইস, প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড ও সিলভার গ্রাহকরা এয়ার অ্যালায়েন্স লিমিটেডের মাধ্যমে কুরিয়ার পাঠানোর সময় ৫০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য রয়েছে আলাদা ছাড়।
ধন্যবাদ কর্মসূচির আওতায় নিজের অবস্থান জানতে CAT লিখে ১২১৩ নম্বরে এসএমএস পাঠাতে হবে গ্রাহকদের।
রবি’র লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার, ক্যাসপার রিচার্ড রয় এবং এয়ার অ্যালায়েন্সের সিওও (এসপি) সৈকত চক্রবর্তী, অল্টারনেট সেলসের ম্যানেজার আহসান শামীম, এইচআর ম্যানেজার শামীম আকতার ও মার্কেটিংয়ের ডেপুটি ম্যানেজার মেহরান কামাল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
এমআইএইচ/জেডএস