ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশের প্রথম ডিসকাউন্ট অনলাইন প্ল্যাটফর্ম ‘savetk.com’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬
বাংলাদেশের প্রথম ডিসকাউন্ট অনলাইন প্ল্যাটফর্ম ‘savetk.com’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

2R Solution Ltd বাংলাদেশে এই প্রথম নিয়ে এলো ডিসকাউন্ট অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম। মানুষ স্বভাবতই ডিসকাউন্ট প্রিয়।

কিন্তু রেষ্টুরেন্টে খাওয়া, শপিংমলে কেনাকাটা, বিউটিপার্লারে সাজসজ্জা এমনকি সার্ভিস সেন্টারের সার্ভিস নেওয়ার পর দাম নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেন।

যে বিষযগুলোকে প্রাধন্য দিয়ে বাংলাদেশের শপিং’র জগতে নতুন ধারা ও প্রতিযোগিতা সৃষ্টি করতে ‘savetk.com’র আত্মপ্রকাশ। .

নতুন এই প্লাটফর্মের আবির্ভাবে এখন আর ঐসব বিরক্তিকর অবস্থায় পরার ঝামেলা নেই। যে কোনো সময় বন্ধুদের বা পরিবারের সবাইকে নিয়ে রেস্টুরেন্টে হ্যাংআউট করা যাবে দারুণভাবে।

তাই ভিজিট করুন savetk.com, আর জেনে নিন কোন রেষ্টুরেন্টে কোন খাবারের প্যাকেজে কি অফার চলছে। বিউটি সেন্টারে স্পা কিংবা কোনো বিউটি প্যাকেজ ডিসকাউন্ট সহ উপভোগ করতে চাইলেও ঘুরে আসুন savetk.com থেকে।

এভাবে যেকোনো পণ্যের প্রোমোশনাল ডিসকাউন্ট এর নানা রকম খোঁজ খবর মিলবে এখানে।

কেবল ভোক্তাই নয় এর মাধ্যমে ব্যবসায়ীরাও উপকৃত হতে পারেন। কারণ ব্যবসায়ীও তার প্রমোশনাল পণ্যের খবরাখবর সকলের কাছে পৌঁছে দিতে পারবেন। ফলে savetk.com এর মাধ্যমে নতুন কাষ্টমার তৈরিরও সুযোগ হচ্ছে।

নতুন এই প্লাটফর্মে দুইটি (Buy Voucher ও Get SMS) গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে।

যেকোনো মার্চেন্ট savetk.com এর মাধ্যমে তার অফারকৃত পণ্য  Buy Voucher  বা  Get SMS এর মাধ্যমে কাস্টমারকে প্রমোট করতে পারবে।

Buy Voucher এর মাধ্যমে কোন পণ্য কিনতে চাইলে ক্রেতাকে অনলাইন ট্রানজেকশন বা বিকাশ পেমেন্ট করে Voucherটি কিনতে হবে। এরপর ভাউচার নিয়ে ঐ মার্চেন্ট বা শপিং কোম্পানির আউটলেটে গিয়ে Voucher টি দেওয়ার বিপরীতে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন।

একইভাবে Get SMS  এর মাধ্যমে ডিসকাউন্ট উপভোগ করতে চাইলে savetk.com এর মাধ্যমে SMS পাবে ক্রেতা। SMSটি নিয়ে শপিং কোম্পানির যে আউটলেটে ডিসকাউন্ট অফার চলছে সেই আউটলেটে SMS প্রদর্শন করলেই ঐ পণ্যটিতে কাস্টমার ডিসকাউন্ট উপভোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।