অগমেডিক্স বাংলাদেশ লিমিটেডের মূল কোম্পানি হলো অগমেডিক্স ইনকর্পোরেশন। ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান থেকে ১৭ মিলিয়ন ডলার বিনিয়োগ গ্রহণের ঘোষণা দিয়েছে গুগল গ্লাস স্টার্টআপ ‘অগমেডিক্স’।
এসব প্রতিষ্ঠানে ১ লাখেরও বেশি স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে যারা যুক্তরাষ্ট্রে লাখ লাখ রোগীর চিকিৎসা সেবা দিয়ে থাকে।
নতুন এই চুক্তির (স্ট্রাটেজিক রাউন্ড) ফলে প্রতিষ্ঠানগুলো সম্মিলিতভাবে গুগল গ্লাসের উন্নত প্রযুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য ব্যবস্থাপনা খাত ও বেসরকারি ক্লিনিকগুলোতে সর্বোচ্চমানের স্বাস্থ্য সেবা প্রদানে সক্ষম হবে। এছাড়া ঘন্টার পর ঘন্টা ধরে বাধ্যতামূলক তালিকা প্রস্তুতি ও ডকুমেন্টেশন তৈরির প্রয়োজন হবেনা, ফলে রোগীদের আরো নিবিড়ভাবে সেবা দিতে পারবে ডাক্তাররা।
অগমেডিক্সের প্রধান নির্বাহী র্কমকর্তা ইয়ান শাকিল বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে আমরা আমাদের মিশনকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। আমাদের ভবিষ্যত লক্ষের সাথে যুগোপযোগী স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করতে পেরে আমরা গর্বীত। এই বিনিয়োগের ফলে বাংলাদেশেও বিভিন্ন বিষয়ে দক্ষ পেশাজিবীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
ডিগনিটি হেলথের চিফ মেডিকেল ইনফরমেশন অফিসার ড. ডেভিন লুন্ডকুইস্ট বলেন, এই অংশীদারিত্বের ফলে সেবা সংক্রান্ত বিষয়ে চিকিৎসকরা প্রযুক্তির মহৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে উন্নততর সিদ্ধান্ত নিতে পারবে। পাশাপাশি রোগীদের উপর চিকিৎসকরা আরো বেশি মনযোগী হবে।
প্রসঙ্গত, আধুনিক প্রযুক্তির ব্যবহারে সাস্থ্যসেবা উন্নতকরণের লক্ষ অগমেডিক্সের। বিশ্বব্যাপী অগমেডিক্স এর ৪০০ দক্ষ কর্মী রয়েছে। বর্তমানে প্রায় ৫০টি দেশে কয়েকশত প্রাইমারী কেয়ার ডাক্তার, বিশেষজ্ঞ এবং সার্জনরা তাদের এই সেবা গ্রহন করছে। অগমেডিক্সের প্রযুক্তি সেবার মাধ্যমে ডাক্তার ও রোগীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, গুণগতমানের সঠিক ডকুমেন্টেশন তৈরির দিকটি নিশ্চিত হয়। এছাড়া প্রতিদিন গড়ে ৩ ঘন্টা সময় বাঁচিয়ে রোগীদের নিবিঢ়ভাবে দেখার সুযোগ পায় চিকিৎসকরা।
অগমেডিক্স এ যাবত ৪০ মিলিয়ন ডলার ব্যবসা বিনিয়োগ পেয়েছে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৬
এসজেডএম