ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এ বছরের শেষে ‘পিএস ৪’ উৎপাদন শুরু

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, জুলাই ১০, ২০১১
এ বছরের শেষে ‘পিএস ৪’ উৎপাদন শুরু

প্রযুক্তিপণ্য নির্মাতা সনি চলতি বছরের শেষভাগে গেমিং কনসোল প্লেস্টেশনের নতুন সংস্করণ ‘পিএস ৪’ এর বাণিজ্যিক উৎপাদন শুরুর উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি তাইওয়ানের ডেইলি সংবাদ মাধ্যম ডিজিটাইমসে নতুন এ পণ্যের বেশ কিছু তথ্য প্রকাশ পেয়েছে।

আগত পণ্যের প্রস্তুতি চুড়ান্ত হলে আসছে বছরে অর্থাৎ ২০১২ সালের শুরুতে এটি বাজারে ছাড়া হবে। উল্লেখ্য, এ সংবাদ মাধ্যম ইলেকট্রনিক্স, কমপিউটার পণ্যসামগ্রী এবং বিভিন্ন যোগাযোগ শিল্প সংক্রান্ত তথ্য প্রকাশের একটি অন্যতম মাধ্যম।

সনির অর্থনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা মাসার কেটো জানিয়েছেন, পিএস ৪ যেটি (আর অ্যান্ড ডি) মাধ্যমে পরিচালিত হবে। কারণ এ পণ্যের ক্ষেত্রে এটি যথাউপযুক্ত। এছাড়াও তাইওয়ানে অবস্থিত সনির সহযোগী ব্যবসায়ীরা এ পণ্য সরবরাহে অনুমতি পাবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এটি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি। শারিরীক অঙ্গভঙ্গির মাধ্যমে গেমাররা নিয়ন্ত্রণ করে উপভোগ করতে পারবে।

ফক্সকন এবং পেগাট্রন প্রযুক্তি প্রতিষ্ঠান যারা আগের ‘পিএস ৩’ এর অ্যাসেম্বলিং কাজে নিয়োজিত ছিল। মূলত এ প্রতিষ্ঠান দুটি পিএস ৪ এর উক্ত দায়িত্বভারে আছেন। ডিজিটাইমসে আরো প্রকাশ পেয়েছে, প্রথমত ২ কোটি পিএস ৪ পণ্য বাজারজাতকরণের প্রত্যাশা রয়েছে সনির ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।