ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কমপিউটার প্রোগ্রামিংয়ে চবি বিজয়ী

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

চট্টগ্রাম আন্ত:বিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিজয়ী দলের শিক্ষার্থীরা হলেন কমপিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের মিছবাহ-উল হক, মেজবাহ উদ্দিন এবং দুর্জয়।



এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইউএসটিসি, সাউর্দান ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ২৫টি দল অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের অধ্যক্ষ এবং বিশিষ্ট লেখক ড. কায়কোবাদ। বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিশেষজ্ঞ মুনির হাসান। উল্লেখ্য, এ প্রোগ্রামিং প্রতিযোগিতায় চুয়েট দল দ্বিতীয় এবং চবির অপর একটি দল তৃতীয় হয়।

বাংলাদেশ সময় ১৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।