ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলালিংক-সিম্ফোনি নিয়ে এলো ৩১৯০ টাকায় থ্রিজি স্মার্টফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ৩, ২০১৬
  বাংলালিংক-সিম্ফোনি নিয়ে এলো ৩১৯০ টাকায় থ্রিজি স্মার্টফোন

ঢাকা: ইন্টারনেট সেবার ব্যাপ্তি ও ডিজিটাল অগ্রযাত্রার অংশ হিসেবে দেশের অন্যতম বৃহৎ মোবাইল সেবাদাতা কোম্পানি বাংলালিংক দেশীয় হ্যান্ডসেট নির্মাতা সিম্ফোনির সাথে বাজারে নিয়ে এলো সাশ্রয়ী মূল্যের আকর্ষণীয় থ্রিজি স্মার্টফোন।

‘Symphony ROAR E79’ নামে হ্যান্ডসেটটি পাওয়া যাবে মাত্র ৩ হাজার ১৯০ টাকায়।

এই হ্যান্ডসেটের সাথে থাকছে ১ হাজার ৫০০ টাকা মূল্যের ডাটা প্যাকেজ।

মঙ্গলবার (০৩ মে) বাংলালিংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্টফোনটি দেশব্যাপী সিম্ফোনি ও বাংলালিংক আউটলেটগুলোতে পাওয়া যাবে।

গুলশানে বাংলালিংকের হেডকোয়ার্টার টাইগার্স ডেনে সম্প্রতি সিম্ফোনির স্মার্টফোনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ, হেড অব ডিভাইস শাহরিয়ার আহমেদ রেমন, ডিভাইস ম্যানেজার শিবলী সাদিক এবং সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, এজিএম মো. শিহাব উদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

যে কোনো বর্তমান বা নতুন প্রিপেইড, কল অ্যান্ড কন্ট্রোল এবং পোস্টপেইড গ্রাহকরা এই ১ হাজার ৫০০ টাকা মূল্যের আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফারটি উপভোগ করতে পারবেন।
গ্রাহকরা এসএমএস দিয়ে এই বান্ডেল অফারটি নিতে পারবেন। এজন্য গ্রাহকদের ‘roar79’ লিখে  ৪৩২১ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

এই বান্ডেলে থাকছে তিন মাসে মোট ৬ জিবি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। অফারের প্রথম মাসে গ্রাহকরা পাবেন বিনামূল্যে ২ জিবি ইন্টারনেট ব্যবহার সুবিধা, যার মেয়াদ ৩০ দিন।
স্মার্টফোনটিতে রয়েছে ৪ ইঞ্চি স্ক্রিন, ২ এমপি ও ০.৩ এমপি ক্যামেরা, ৪ জিবি রম, ৫১২ মেগাবাইট র‌্যাম, ১৪০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি এবং ডুয়েল কোর প্রসেসর।  
 
এডিসন গ্রুপের পক্ষ থেকে সিম্ফোনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক বলেন, আমরা সবসময়ই গ্রাহক চাহিদা মেটানোর জন্য টেকসই ও সাশ্রয়ী মূল্যের মূল্যের থ্রিজি স্মার্টফোন বাজারে নিয়ে আসি। এই হ্যান্ডসেটটি বাংলালিংকের অফারের সাথে চমৎকার একটি প্যাকেজ। আমরা আশা করি এটি গ্রাহক চাহিদা মেটাতে সক্ষম হবে।

বাংলালিংকের সিসিও শিহাব আহমাদ বলেন, স্মার্টফোন অ্যাডাপ্টেশনের মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল জগতে নিয়ে আসতে এবং গ্রাহকদের আরও সেবা পৌঁছে দিতে বাংলালিংক সবসময় কাজ করছে। সিম্ফোনির সাথে আকর্ষণীয় ডাটা বান্ডেলসহ একটি সাশ্রয়ী স্মার্টফোন আনতে পেরে আমরা আনন্দিত।

এই উদ্যোগ শুধু সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নকেই সহায়তা করবে না, এটি একই সাথে বাংলালিংককে ডাটা কেন্দ্র্রিক কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত করবে। বাংলালিংক সবসময় গ্রাহকবান্ধব সেবা প্রদান করে আসছে এবং বাজারের সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী মূল্যের হ্যান্ডসেট বাজারে নিয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ০৩, ২০১৬
এমআইএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।