ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্রিটিশ পার্লামেন্টের সেমিনারে বাংলাদেশ প্রতিনিধিরা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, মে ৪, ২০১৬
ব্রিটিশ পার্লামেন্টের সেমিনারে বাংলাদেশ প্রতিনিধিরা ছবি: সংগৃহীত

লন্ডনের পোর্টকিউলিস হাউসের উইলসন রুমে ‘ডাইভারসিটি, উইমেন অ্যান্ড ইনক্লুশন: দ্য ড্রাইভারস অব ইনোভেশন’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য রুশনারা আলীর সহযোগিতায় সম্প্রতি অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ডাইভারসিটি চ্যানেল-৪ এর প্রধান ব্যারোনেস ওনা কিং।

বাংলাদেশ থেকে সেমিনারটিতে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশের আইসিটি বিষয়ক পত্রিকা কমপিউটার জগত।

কয়েকটি বিষয় নিয়ে অনুষ্ঠিত সেশনের মধ্যে ছিল ‘ডেভলপিং এ স্কিলড ওয়ার্কফোর্স ফর ইনোভেশন, উইমেন অ্যান্ড ইন্টিগ্রেশন ইন বাংলাদেশ’। বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসিমা বেগম এনডিসি, কমপিউটার জগতের সিইও এবং ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল, রোভারি  কর্পোরেশনের এমডি নাসিমা আক্তার এতে বক্তব্য রাখেন।

‘ইনোভেশন, ডাইভারসিটি অ্যান্ড উইমেন অ্যাট হাই টেক কোম্পানিজ’ সেশনে বক্তব্য দেন মটোরোলার সিনিয়র আইসিটি ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজর এবং সাবেক গ্লোবাল মার্কেটিং ডিরেক্টর ড. জোই মেন্ডিস, ফুট-প্রিন্ট এর এমডি এবং টি মোবাইলের সাবেক ভাইস প্রেসিডেন্ট স্টিভ রবার্টস।

‌‘কারেন্ট ইনিশিয়েটিভস ইন লন্ডন’ শীর্ষক সেশনে এলিভেশন৪৮ এর এমডি পাউলিন ইহোনজি এবং ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব উইমেন এন্টারপ্রেইনার্সের (বিবিসিডব্লিউই) প্রেসিডেন্ট দিলারা খান বক্তব্য দেন।

এছাড়া বাংলাদেশ থেকে অনলাইনে আলোচনায় অংশ নিয়েছিলেন ধানসিঁড়ি প্রডাকশনের এমডি শমী কায়সার।

প্রশ্নোত্তর ও আন্ত:যোগাযোগ বিষয়ক কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয় সেমিনারটি।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মে ০৩, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।