ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘সেকেন্ডহ্যান্ড’ আইফোন প্রত্যাখ্যান ভারতের

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, মে ৪, ২০১৬
‘সেকেন্ডহ্যান্ড’ আইফোন প্রত্যাখ্যান ভারতের

ঢাকা: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ব্যাপক ধসের পর ঘুরে দাঁড়াতে ভারতের বাজারে ‘সেকেন্ডহ্যান্ড’ (ব্যবহৃত) আইফোন বিক্রির যে পরিকল্পনা করেছিল অ্যাপল তা শুরুতেই আটকে দিল ভারতীয় কর্তৃপক্ষ। আর বিষয়টি মার্কিন প্রযুক্তি জায়ান্টের কাছে অনেকটা ‘মরার ওপর খাঁড়ার ঘা’।

 

সম্প্রতি অ্যাপল তার ব্যবহৃত আইফোন ভারতের বাজারে আমদানির জন্য সরকারের কাছে অনুমতি চায়। কিন্তু বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করে সরকার। ব্যবহৃত ইলেকট্রনিক্স পণ্য আমদানি আইনবিরোধী উল্লেখ করেই মূলত ওই প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে।

‘পরিমার্জিত’ ট্যাগে অ্যাপল তার কিছু আইফোন ডিসকাউন্ট মূল্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বিক্রি করে থাকে। ভারতের বাজারেও এ কার্যক্রম চালুর মাধ্যমে প্রতিযোগীদের সঙ্গে বাজার শেয়ার দখলের উদ্যোগ নেয় কুপারতিনো ভিত্তিক প্রতিষ্ঠানটি।

তবে উৎপাদনখাতকে এগিয়ে নিয়ে ভারত তার ‘মেক ইন ইন্ডিয়া’ কার্যক্রমের উপর জোর দিচ্ছে।

এ বিষয়ে ভারতীয় টেলিকমমন্ত্রী এনএন কউল বলেন, কোনো ধরনের ব্যবহৃত পণ্য আমদানি ভারত সমর্থন করে না। তবে এ বিষয়ে তাৎক্ষণিক অ্যাপলের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

ভারতের বাজারে গড়ে ১৫০ ডলারে (১ ডলার সমান ৭৮ টাকা) একটি স্মার্টফোন বিক্রি হয়। যেখানে অ্যাপল গত মার্চে আইফোন ৫এসই’র ভারতের বাজারের জন্য মূল্য নির্ধারণ করে ৫৮৫ ডলার। যেখানে যুক্তরাষ্ট্রের জন্য নির্ধারণ করা হয় ৩৯৯ ডলার।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ০৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।