ঢাকা: বাংলাদেশের নিজস্ব ডোমেইন ডটবিডি (.bd) গ্রাহকদের জরিমানা ছাড়াই নবায়নের সুযোগ দিয়েছে বিটিসিএল।
বুধবার (০৪ এপ্রিল) বিটিসিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিলের মধ্যে যেসব ডোমেইন নবায়নের মেয়াদ শেষ হয়েছে সেগুলো জরিমানা ছাড়াই আগামী ৩০ জুনের মধ্যে নবায়ন করা যাবে।
এছাড়া, যেসব ডটবিডি ডোমেইনের বৈধ মেয়াদ ইতোপূর্বে শেষ হয়েছে সেগুলো আগামী ৩০ জুনের মধ্যে নবায়ন করার জন্য বলা হয়েছে। অন্যথায় ১ জুলাই থেকে সেসব ডোমেইন নবায়নের মেয়াদ ১ বছর অতিক্রম হলে ডোমেইনের মালিকানার দাবি আর থাকবে না।
টেলিটক মোবাইল ফোন এবং নির্ধারিত ব্যাংকের মাধ্যমে নবায়ন বিল পরিশোধ করা যাবে।
বিস্তারিত জানতে হিসাব রক্ষণ অফিসার (ট্রাংক অ্যান্ড টেলেক্স), মগবাজার টেলিফোন ভবন, ঢাকা-১২১৭, ফোন নং-৯৩৪৭০৩৯ এবং মগবাজার সাপোর্ট সেন্টারে ৮৩১৯৮২৫-২৮ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
ইতোমধ্যে বিটিসিএলের ওয়বেসাইট www.btcl.com.bd এর মাধ্যমে ডটবিডি ডোমেইন রেজিস্ট্রেশনের ব্যবস্থা চালু হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এমআইএইচ/জেডএস