ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমারদের জন্য বাজেট সাশ্রয়ী ডেল ল্যাপটপ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ৫, ২০১৬
গেমারদের জন্য বাজেট সাশ্রয়ী ডেল ল্যাপটপ ডেল ইন্সপায়রন এন৩৪৪৩

প্রযুক্তির এই যুগে অধিকাংশ মানুষের হাতেই রয়েছে বিভিন্ন প্রযুক্তিপণ্য। অবসর পেলেই তারা বসে যান পছন্দের গেম খেলতে।

গেম নির্মাতারাও তাদের জন্য নতুন নতুন অসাধারণ সব গেম বানাচ্ছে। তবে গেম খেলতে চাই উপযুক্ত প্রযুক্তিপণ্য। আর বড় পর্দায় গেম খেলার মজাও একটু বেশি।

সেক্ষেত্রে ল্যাপটপ গেমারদের জন্য বেশ উপযুক্ত। কিন্তু গেমিং ল্যাপটপে সবকিছুই একটু বাড়তি থাকে যেজন্য দামও বেশী যা গেমারদের জন্য প্রতিবন্ধকতা। আবার ভাল ব্র্যান্ডের ডিভাইস কিনতে খরচও বেশী।

এখন বাজেট নিয়ে তেমন চিন্তা নেই। সাশ্রয়ে মিলবে বিশ্বখ্যাত ডেল ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ। গেমারদের জন্য দারুণ এই সুযোগটি দিচ্ছে প্রযুক্তিপণ্য সরবরাহকারী ও সেবাদাতা প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স।

১৪ ইঞ্চি পর্দার ডেলের পঞ্চম প্রজন্মের এই ল্যাপটপে রয়েছে এনভিডিয়া  জিফোর্স ২জিবি গ্রাফিক্স, ৫০০জিবি হার্ডড্রাইভ, ৪জিবি ৠাম, দুইটি ওয়েভ ম্যাক্স অডিও স্পিকার।

এছাড়া আছে এইচডি ওয়েবক্যাম, ডিজিটাল মাইক্রোফোন, ডিভিডি রাইটার, থ্রি ইন ওয়ান কার্ডরিডার, ব্লু-টুথ ৪.০, এইচডিএমআই, আরজে ৪৫ ও ইউএসবি পোর্ট এবং ৪ সেল ব্যাটারি।

ঘরে-বাইরে প্রাত্যহিক প্রফেশনাল কাজের পাশাপাশি বিনোদন ও গেম খেলার উপযোগী ডেল ইন্সপায়রন এন৩৪৪৩ মডেলের খুচরা মূল্য ৩৯ হাজার ৫০০ টাকা। কালো রঙের এই ল্যাপটপের সঙ্গে থাকছে একটি অরিজিনাল ক্যারিকেস ও দুই বছরের বিক্রয়োত্তর সেবা।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মে ০৫, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।