ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মিনিটে বিক্রিত ১২টি মুঠোফোনের মধ্যে ৭টিই স্মার্টফোন

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মে ৮, ২০১৬
মিনিটে বিক্রিত ১২টি মুঠোফোনের মধ্যে ৭টিই স্মার্টফোন মোবিকনের সমাপনী অনুষ্ঠান

বাংলাদেশে প্রতি মিনিটে ১২ টি মুঠোফোন বিক্রি হচ্ছে যেখানে তার মধ্যে ৭ টিই স্মার্টফোন।   গুগলের বাংলাদেশে কমিউনিটি ‘গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা ও স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান প্রিনিয়ার ল্যাব’ বাজার অনুসন্ধানে এমন তথ্যই পেয়েছে।

 

ঢাকার  বসুন্ধরা আবাসিক এলাকায়  ইনডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে উভয় প্রতিষ্ঠানের উদ্যোগে ৮ মে অনুষ্ঠিত দেশের প্রথম জাতীয় মোবাইল কনফারেন্স ‘মোবিকন- ২০১৬’তে  সেই তথ্য তুলে ধরা হয়।

মোবাইল প্রযুক্তি নিয়ে দিনব্যাপী এই সম্মেলনে ছিল নানা আয়োজন যেখানে দেশের প্রযুক্তিবিদরা মোবাইলের পুরো ইকোসিস্টেম তুলে ধরেন। এছাড়া নবীন উদ্ভাবকদের উদ্ভাবন নিয়ে ছিল এক্সপো।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান।

প্রধান অতিথির বক্তব্যে শামীম আহসান বলেন, তরুন প্রজন্মের নেতৃত্বে এগিয়ে যাবে প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ। কোন কিছু শুরু করাটাই বড়। কয়েকবার চেষ্টা করে জীবনে সফল হয়েছেন এমন উদাহরণ টেনে তিনি অংশগ্রহনকারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করেন। সেইসাথে নিজেরও সফল হওয়ার পেছনে ব্যর্থ হওয়া ঘটনাগুলো শেয়ার করেন।

‌আইইউবি উপচার্য অধ্যাপক ওমর রহমান দেশের সর্বত্রের শিক্ষার্থীর অ্যাপস তৈরিতে আহ্বান জানান। প্রযুক্তি শিক্ষা অর্জনে কম্পিউটার বিজ্ঞান পরতে হবে এমনটা নয়। চেষ্টা থাকলে যে কেউই সফটওয়্যার উন্নয়নে অবদান রাখতে পারে। ছেলেদের মতো মেয়েদেরও এদিকে আরো বেশীকরে এগিয়ে আসা উচিত বলে মনে করেন তিনি।

ইত্তেফাকের নির্বাহী পরিচালক তারিন হোসেন বলেন, আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে প্রযুক্তি। আর প্রযুক্তিকে এগিয়ে নেবে নবীন উদ্ভাবনী শক্তি।  

সবশেষে অংশ নেয়া ২০টি মোবাইল অ্যাপের মধ্যে সেরা তিনটি অ্যাপস বিজয়ী ঘোষণা করা হয়। অ্যাপস তিনটি হলো আরএক্স ৭১, কানামাছি স্টেশন এবং  ইট কিট। তিনজনকে ক্রেস্ট সহ সার্টিফিকেট দেয়া হয়।

দর্শকদের জন্যও ছিল স্মার্টফোনের মতো আকর্ষনীয় পুরস্কার।

দিনব্যাপী এ সম্মেলনে গুগল বাংলাদেশের মার্কেটিং কনসালটেন্ট হাসমী রাফসানজানী, গ্রামীনফোনের হেড অফ ইন্টারনেট অফ থিংস রবিধর পারশার, রবি আজিয়াটার হেড অফ ডিজিটাল সার্ভিসেস মানজার রহমান, গুগল ডেভেলপার গ্রুপের কমিউনিটির উপদেষ্টা ও প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী সহ আমন্ত্রিত বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ভিত্তিক অধিবেশন পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মে ০৮, ২০১৬

এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।