বাংলাদেশে এবারে এসিএম-আইসিপিসি এর আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার প্রোগ্রামিং ক্লাব (ডিআইইউসিপিসি)। প্রোগ্রামিং কনটেস্টের বিশাল এই আয়োজন নিয়ে ০৭ মে ডিআইইউ মিলনায়তনে প্রস্তুতিমূলক আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিওর ক্যাশ, কোড মার্শালের আর্থিক ও কারিগরী সহায়তায় প্রতিযোগিতায় মোট ৩৯টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। সকাল ১০:৩০ থেকে শুরু হয়ে টানা ৫ ঘন্টার প্রতিযোগিতায় প্রতিযোগিদের মোট ১১টি প্রোগ্রামিং সমস্যার সমাধান করতে দেয়া হয়।
যার মধ্যে ৮টির সমাধান করে প্রথমস্থান লাভ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে ছিল ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও তৃতীয় স্থানে ছিল নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়।
ডিআইইউ এর কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আখতার হোসেনের সভাপতিত্বে এসিএম-আইসিপিসি এর প্রস্তুতিমূলক আন্তঃবিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. ইউছুফ এম. ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রক্টোর অধ্যাপক ড. গোলাম মাওলা চৌধুরী এবং শিওর ক্যাশ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসজেডএম