ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

হোয়াটসঅ্যাপে ‘ডেস্কটপ অ্যাপ’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ১২, ২০১৬
হোয়াটসঅ্যাপে ‘ডেস্কটপ অ্যাপ’

ফোন কিংবা ওয়েবভিত্তিক প্লাটফর্মে নতুন কোনো কনটেন্ট নয়, সোশ্যাল জায়ান্ট ফেসবুকের মালিকানাধীন মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ এবার এনেছে ‘ডেস্কটপ অ্যাপ’।

জনপ্রিয় ‍এই সেবা ব্যবহারকারীদের মধ্যে আদানপ্রদান হওয়া মেসেজ যাতে আর কখনও মিস না হয় পাশাপাশি ওয়েব এবং মোবাইল ভার্সনগুলো থেকে মেসেজিং সেবাকে আরো বিস্তৃত করতে ডেস্কটপের জন্য নতুন এ ভার্সন।

অ্যাপটি সম্পর্কে হোয়াটসঅ্যাপ বলে, এখন থেকে ব্যবহারকারীদের মেসেজ না পাওয়ার সম্ভাবনা থাকছেনা। নতুন পদ্ধতি ব্যবহারকারীদের সবসময় সবখানে সংযুক্ত রাখতে সাহায্য করবে।

ম্যাক ওএস এর ১০.৯, উইন্ডোজ ৮ সহ এ্রর উপরের ভার্সনগুলোতে চলা সফটওয়্যারটি ওয়েব এবং মোবাইল ভার্সনে ব্যবহারযোগ্য করে তৈরি।

বল্গ পোষ্টে এ ব্যাপারে বলা হয়েছে, ব্যবহারকারীদের জন্য আমরা ডেস্কটপ অ্যাপ চালু করেছি। বাসা, অফিস এবং যেকোনো স্থান থেকে ব্যবহারকারীরা তার কম্পিউটার অথবা ফোনের মাধ্যমে সকলের সঙ্গে সংযুক্ত থাকতে পারবে।

এটি হোয়াটসঅ্যাপ ওয়েবের মতো, আমাদের এই ডেস্কটপ অ্যাপ ফোনের একটি এক্সটেনশন। অ্যাপটি মোবাইল ডিভাইস থেকে ব্যবহারকারীদের কথোপকথন এবং মেসেজ উপস্থাপন করতে সক্ষম। এর মাধ্যমে ফোন পকেটে রেখেই বন্ধু এবং পরিবারকে মেসেজ পাঠানো যায়। হোয়াটসঅ্যাপের ওয়েবসাইট থেকে ডেস্কটপ ভার্সনটি সরাসরি ডাউনলোড করতে পারবে ব্যবহারকারীরা। তবে ফোনের কিউআর কোডটি স্ক্যান করতে হবে।

ডেস্কটপ অ্যাপটি মোবাইল অ্যাপের সাথে সামঞ্জস্যতা রেখে ব্যবহারকারীদের আপডেট জানাবে। এর ব্যবহারকারীরা ডেস্কটপ নোটিফিকেশন সাপোর্ট, উন্নত কিবোর্ড শর্টকার্টস সহ আরো কিছু সুবিধা উপভোগ করতে পারবে।

মাউন্টেন ভিউভিত্তিক প্রতিষ্ঠানের এছাড়াও পরিকল্পনা আছে অ্যাপটিকে আরো কার্যকরী করার।

ব্যবহারকারীদের আলাপাচারিতার গোপনীয়তা রাখতে হোয়াটসঅ্যাপ সম্প্রতিকালে মেসেজিং প্লাটফর্মে এন্ড টু এন্ড এনক্রিপশন চালু করে। এটি পরস্পরের মধ্যে কথাবার্তার সময় মুহূর্তেই ফোন কল, টেক্সট, মিডিয়া ফাইল দৃশ্যমান করে।

গত মাসে এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, এন্ড টু এন্ড এনক্রিপশন সাইবারক্রিমিনালস, হ্যাকারদের অনধিকার প্রবেশে বাধা দিতে সক্ষম। হোয়াটঅ্যাপ কর্তৃপক্ষও ব্যবহারকারীদের ডেটার সরুক্ষা দেয়।

হোয়াটসঅ্যাপের দাবি বর্তমান তাদের ব্যবহারকারী সংখ্যা ১ বিলিয়ন। আর ওয়েব অ্যাপের প্রায় ১৫ মাস পর ডেস্কটপ ভার্সনটি চালু করল প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মে ১২, ২০১৬

এসজেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।